।। প্রথম কলকাতা ।।
Skincare with Stale Roti: দামী দামী ফেসপ্যাক ভুলে যান আপনি কি জানেন বাসি রুটি দিয়ে আপনার ত্বকের জেল্লা বাড়বে? অনেক সময়ই বাড়িতে বাড়তি রুটি থেকে যায় সেই রুটি দিয়ে কীভাবে প্যাক বানাবেন? রাতের একটা-দুটো রুটি বেশি হয়েই যায়। কেউ কেউ সেই রুটি পরদিন সকালে চায়ে ডুবিয়ে খেয়ে নেন, আপনিও কি তাই করেন?
বাসি রুটি দিয়ে যেটি তৈরি করবেন সেটাই ফেসপ্যাক ও স্ক্রাব হিসেবে আপনার ত্বকে কাজ করবে। অর্থাৎ টু-ইন-ওয়ান বাসি রুটিগুলি প্রথমে ছিড়ে টুকরো টুকরো করে নিন। তারপর মিক্সারে ঘুরিয়ে নিয়ে গুঁড়ো করে নিন। এই গুঁড়োর সঙ্গে দুধের সর ও গোলাপ জল মিশিয়ে একটি পেস্ট বানিয়ে ফেলুন। সামান্য হলুদগুঁড়োও যোগ করতে পারেন। মুখে ২০ মিনিট লাগিয়ে রেখে দিন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ভাল করে ধুয়ে মুছে ফেলুন।
বাসি রুটি দিয়ে রূপচর্চা- শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। বিশেষজ্ঞরা বলছেন এক মাস এই ফেসপ্যাক কাম স্ক্রাব ব্যবহার করলে আপনার উজ্জ্বল ত্বকের থেকে কেউ মুখ ফেরাতে পারবে না। রোজ গুণে গুণে রুটি বানানো হলেও যে তা খরচা হয় এমন নয়। এভাবে ফেস প্যাক বানান খুব সহজেই। আগেই নিয়মেই একইভাবে এর সাথে আপনি কিছু পরিমাণ ওটস মিশিয়ে নিলে উপকার আরও বেশি পাবেন। এই ফেসপ্যাক ব্যবহারের পর ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না। ঘামে, দূষণে ত্বক বেশি তেলতেলে হয়ে যায়। সেক্ষেত্রে এই প্যাক ও স্ক্রাব যাকে বলে আদর্শ।
অনেকেই রয়েছেন যাঁরা খুব বেশি কসমেটিক প্রোডাক্ক ব্যবহার করেন না। যেকোন বাজার জাত প্রোডাক্টের দামও অনেক হয়। আবার সময়ও পান না প্রাকৃতিক উপাদান দিয়ে প্রতিদিন রূপচর্চার জিনিস তৈরি করতে। তাদের রূপচর্চার জন্য একটি বাসি রুটিই যথেষ্ট।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম