Relationship Tips: বিয়ের পর থেকেই স্বামী দূরে থাকেন ? ভালোবাসা ধরে রাখার উপায় দেখুন

।। প্রথম কলকাতা ।।

 

Relationship Tips: চাকরি সূত্রে বিয়ের পরেও একে অপর থেকে দূরে থাকতে হয় স্বামী স্ত্রীকে? এমন অবস্থায় রোমান্স ধরে রাখা বেশ কঠিন। তবে এই ভাবেই আপনি সহজে সম্পর্কে রোমান্স বজায় রাখতে পারবেন। পড়াশোনা বা চাকরি বর্তমানে ভিন রাজ্যে পাড়ি দেন অনেকেই। কেউ কেউ আবার দেশের গণ্ডি পেরিয়ে থাকেন বিদেশে। কেউ পরিবারের দায়িত্ব কেউ আবার নিজের স্বপ্ন পূরণের জন্য এমন পথ বেছে নেন। লং ডিস্টেন্স ম্যারেজের সংখ্যা যেমন বাড়ছে আবার সম্পর্কও বাড়ছে।

 

এখন দেখবেন বিয়ে করতে কয়েক দিনের জন্য ঘরে ফিরছেন অনেকে। বিয়ে করেই চলে যাচ্ছেন চাকরির জায়গায়। কাজের জন্য তখন নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। এমন অবস্থায় বিয়ে টিকিয়ে রাখা এবং নিজেকে খুশি রাখা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। একটা কথা মাথায় রাখবেন যখন স্বামী-স্ত্রী আলাদা আলাদা জায়গায় থাকছেন তখন এমন সম্পর্ক দাঁড়াতে পারে শুধুমাত্র বিশ্বাস ও ভরসার উপর। এখানে একে অপরের উপর বিশ্বাস ও ভরসায় সম্পর্ককে হাসতে হাসতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

 

আবার স্বামী বাইরে থাকেন বলে তার দুঃখে নিজের সখ আহ্লাদ ভুলে যাবেন না। তাতে উল্টে সম্পর্কে প্রভাব পড়বে। ভুল বোঝাবুঝির সূত্রপাত হলে দেখা করে সঙ্গে সঙ্গে মিটিয়ে নেওয়ার চান্স নেই। সেক্ষেত্রে প্রথম থেকেই এমন সম্পর্কে একটা সীমানা তৈরি করুন। যাতে কেউ কারোর গণ্ডির বাইরে গিয়ে একে অপরের স্বাধীনতা বা কাজ নিয়ে প্রশ্ন তুলতে না পারেন।

 

পার্টনার দূরে আছে, অনেকেই অসুস্থতা বিভিন্ন সমস্যার কারণ বা বিপদের কথা শেয়ার করতে চান না। এতে কিন্তু সমস্যা বাড়ে। বরং কিছু লুকানোর থেকে একেবারে খোলাখুলি সব বলে ফেলা ভালো। একে অন্যকে ছুঁয়ে দেখতে না পারলেও অনেক মধুর স্মৃতি তৈরি করা সম্ভব। লং ডিস্টেন্স ম্যারেজ বা রিলেশনে একে অপরের সঙ্গে থাকার চাহিদা স্বাভাবিক। তবে শারীরিক দূরত্ব দিয়ে প্রেমকে সংজ্ঞায়িত করবেন না। একে অপরের সঙ্গে টেক্সট বা কলের মাধ্যমে যোগাযোগ রাখুন।

 

আপনার সঙ্গির দুর্গায় উপহার পাঠালে তা তার মুখে হাসি নিয়ে আসবে। আপনার সঙ্গীর জন্য সারপ্রাইজ উপহার পরিকল্পনা করুন। সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে শুভেচ্ছা ও মিষ্টি ছবি পোস্ট করা থেকে শুরু করে ভিডিও কলে বিশেষ মুহূর্তগুলো উদযাপন করুন। ভার্চুয়াল উদযাপন হল ভালোবাসার অটুট প্রতিশ্রুতি প্রকাশ। স্বপ্ন ছোট ছোট আকাঙ্ক্ষা সম্পর্কে কথা বলুন। কলে একে অপরের সম্পর্কে প্রশংসা করুন। একে অপরের সঙ্গে রোমান্টিক ভ্রমণের পরিকল্পনা করন। এইসব টিপস গুলি মেনে চললে লং ডিস্টেন্স ম্যারেজ বা relation দীর্ঘজীবী হবেই।

 

https://fb.watch/sMUcH47ksh/

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version