Home Made Sheet Mask : ত্বকের দীপ্তি ধরে রাখতে পারে শিট মাস্ক, জেনে নিন ঘরে তৈরি করার পদ্ধতি

।। প্রথম কলকাতা ।।

Home Made Sheet Mask : ত্বকের সঠিক মত পরিচর্যা করার জন্য বিশেষ কয়েকটি উপায় রয়েছে। সবসময় ত্বকে সুস্থ রাখতে বা ত্বকের উজ্জ্বল ভাব ধরে রাখার জন্য বাজার চলতি প্রোডাক্টের পেছনে হাজার হাজার টাকা নষ্ট করার কোনো রকম প্রয়োজন নেই। কারণ বাড়িতেই তৈরি করে নেওয়া যায় একাধিক স্কিন কেয়ার প্রোডাক্ট। যেমন উদাহরণ স্বরূপ বলা যায় শিট মাস্ক (Sheet Mask)। ত্বককে হাইড্রেটেড (Hydrated) রাখতে এবং কোমল রাখতে দারুন ভাবে কাজে লাগে শিট মাস্ক।

শীতকালে এমনিতেই আমাদের ত্বক খানিকটা রুক্ষ শুষ্ক হয়ে যায়। সেই রুক্ষ প্রাণহীন ত্বককে ফের আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য বহু ঝক্কি পোহাতে হয়। বিভিন্ন ধরনের স্কিনের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। তাই বাড়িতেই একেবারে কম খরচে বানিয়ে নিন শিট মাস্ক। মোটামুটি ড্রাই, অয়েলি, কম্বাইন্ড সবরকম স্কিনের জন্যই এই উপকরণ দিয়ে তৈরি শিট মাস্ক কাজে আসে । কিন্তু বাড়িতে তৈরি করা (Home Made Sheet Mask) সিট মাস্ক প্রিজার্ভ করার কথা ভাববেন না। একেবারে সঙ্গে সঙ্গে তৈরি করে সঙ্গে সঙ্গে ব্যবহার করার চেষ্টা করুন।

বাড়িতে কীভাবে তৈরি করবেন বিভিন্ন ধরনের শিট মাস্ক ?

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version