Scars Remove: হাঁটুর কাটা দাগ নিয়ে ছোট ড্রেস পরতে লজ্জা? পুজোর আগে এই টোটকাতেই হবে দারুন কাজ

।। প্রথম কলকাতা ।।

Scars Remove: পুজোর আনন্দ মিস করতে চাই না আমরা কেউ কিন্তু তাই বলে অসতর্ক থাকলে তো চলবে না। সুন্দর করে সেজেগুজে বেরোনোর পর যদি রাস্তায় কোনো সমস্যা হয় তখন কী করবেন? এই কথা কি ভেবে দেখেছেন। পুজোর সময় অনেকে শাড়ি পরতে পছন্দ করেন, অনেকে আবার পুজোয় মিনি ড্রেস পরেন। কিন্তু আপনার হাঁটুতে যদি কালো ছোপ বা কাটা দাগ থাকে তবে কিন্তু আপনার স্টাইল একদম মাটি হয়ে যাবে। পুজোর জন্য নিজেকে সুন্দর রাখতে চুলে, মুখে এটা সেটা তো মাখছেন আমরা বেশিরভাগই রূপচর্চার অঙ্গ হিসেবে হাঁটুকে ভুলে যাই।হাঁটুতে অনেকেরই কালো ছোপ থাকে। আবার কাটা ছেড়ার দাগ থাকে। খুব সামান্য কেয়ারই বদলে যেতে পারে হাঁটুর চেহারা। হাঁটুর কালো দাগের জন্য এবার আর ছোট পোশাক বাতিল নয়, দূর করুন কাল দাগকে।

যদি ক্ষতর কারণে ত্বকে দাগ তৈরি হয়, তাহলে কাজে আসবে ঠান্ডা জল। ক্ষত স্থান প্রতিদিন ঠান্ডা জল দিয়ে ধুতে থাকুন। এতে ওই স্থানের রক্ত প্রবাহ কমে যায় এবং সমস্ত জীবাণু ধ্বংস হয়ে যায়। এতে ধীরে-ধীরে দাগ কমে যায়। স্নানের সময় নারকেল তেল মেখে নিন। দাগছোপ দূর করতে এবং ত্বক ময়েশ্চারাইজ করতে নারকেল তেল দারুণ উপযোগী। নারকেল তেলের মধ্যে ভিটামিন ই রয়েছে, যা ত্বককে পুষ্টি জোগায়।

পড়ে গিয়ে হাঁটু কেটে গিয়েছে? সেই কাটার দাগ নিয়ে শর্ট‌স পরা যায় না। আর এই দাগ দূর করা ঝক্কির মনে হয়। কিন্তু চা পাতা জলে ভিজিয়ে ওই স্থানে লাগাতে পারেন। কয়েক দিনের মধ্যেই দাগ উধাও হয়ে যাবে। ব্রণর দাগ, রোদে পোড়া দাগ ইত্যাদি দূর করতে অ্যালোভেরা জেল ব্যবহার করুন। ত্বকের উপর সরাসরি অ্যালোভেরা জেল লাগানোর পাশাপাশি রোজের ব্যবহৃত ফেস ক্রিম ও ফেসপ্যাকেও এটি মিশিয়ে ব্যবহার করতে পারেন।

বাসনের দাগছোপ দূর করতে বেকিং সোডা ব্যবহার করেন? এই একই উপাদান আপনার ত্বকের দাগও দূর করবে। অল্প জলে বেকিং সোডা গুলে দাগের উপর লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। খুব বেশি বেকিং সোডা ব্যবহার করবেন না, ত্বক শুষ্ক হয়ে যেতে পারে।

ঈষদুষ্ণ জলে ওটমিল মিশিয়ে স্নান করুন। এটি ত্বকের উপরিতলে জমে থাকা সমস্ত মরা কোষ দূর করে দেয়। পাশাপাশি দাগছোপ কমায়। আপনি ওটমিলের তৈরি ফেসপ্যাক ও স্ক্রাবও ব্যবহার করতে পারেন।

রাত্রিবেলা ঘুমানোর আগে হাঁটুর কালো অংশে অলিভ অয়েল লাগিয়ে ঘষুন। তাই অন্তত দু-তিনবার এটা করলে উপকার পাবেন।

১টেবিল চামচ শসার সাথে এক টেবিল চামচ এলোভেরা জেল মেশান। এরপর তুলোর বলের সাহায্যে দাগের জায়গায় লাগিয়ে নিন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। প্রতিদিন ব্যবহার করলে এক সপ্তাহের মধ্যে ভালো ফল পাবেন। শুধু এক টেবিল চামচ অ্যালোভেরা জেল দাগের জায়গায় কুড়ি মিনিট লাগিয়ে রাখতে পারেন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। শসা অ্যালোভেরা প্রাকৃতিক মিশ্রণ ত্বকে উজ্জ্বল করে। অ্যালোভেরা কি চমৎকার প্রদাহনাশক।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version