Shani Dev: কেটে যাবে শনির দশা, দূর হবে আর্থিক সংকট! শনিদেবকে সন্তুষ্ট করুন এই ভাবে

।। প্রথম কলকাতা ।।

Shani Dev: ৯টি গ্রহের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় শনিদেবকে। জ্যোতিষশাস্ত্রে শনিদেবের আরাধনা বিষয়ে নানান নিয়ম বর্ণিত রয়েছে। শনি দেব ন্যায় বিচারের দেবতা। তিনি মানুষের কর্মের ভিত্তিতে ফল দান করে থাকেন। ন্যায় বিচারের পাশাপাশি তিনি অত্যন্ত রাগী। যদি কেউ অন্যায় করে বা ভুল করে, তা তিনি সহ্য করতে পারেন না। যদি কারোর ভাগ্যে শনি সদয় হয় তাহলে ওই ব্যক্তি প্রত্যেক ক্ষেত্রেই সফলতা লাভ করেন। আর যার ভাগ্যে শনি সদয় নন, তার বিপদের শেষ থাকে না। শনি দেবের কাছ থেকে ভালো কাজের শুভ ফল পেতে কয়েকটি উপায় অবলম্বন করতে পারেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই উপায় গুলি পালনের মাধ্যমে শনি দশা থেকে মুক্তি লাভ সম্ভব।

• প্রত্যেক সপ্তাহের শনিবার স্নান সেরে শুদ্ধ বসনে যে কোনো ব্যক্তিকে তেল দান করতে পারেন। প্রথমে একটি পাত্র তেল নেবেন এবং সেই তেলের নিজের মুখ দেখে তবেই সেই তেল অন্যকে দান করবেন।

• শনিবার সূর্যাস্তের পর অশ্বত্থ গাছের সামনে প্রদীপ জ্বালালে শনি দেবের খারাপ প্রভাব থেকে মুক্তি মেলে এবং অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়। পাশাপাশি আপনি যদি ওই অশ্বত্থ গাছে জল প্রদান করে সাত বার প্রদক্ষিণ করেন তাহলে ব্যবসায়িক ক্ষেত্রে বাধা বিঘ্ন কেটে যাবে।

• বলা হয় যে ব্যক্তি হনুমানের পুজো করে আশীর্বাদ লাভ করেন, তার উপর কখনো শনির খারাপ দৃষ্টি পড়ে না। তাই শনির দশা থেকে মুক্তি পেতে ভগবান হনুমানকে সিঁদুর আর জুঁই ফুল অর্পণ করে হনুমান চালিশা পাঠ করতে পারেন।

• প্রচলিত বিশ্বাস অনুযায়ী, কোন অন্ধ ব্যক্তিকে সাহায্য করলে বা সঠিক পথ দেখালে তার ভাগ্যে শনিদেব সদয় হন। এছাড়াও শনির শুভ ফল পেতে কাউকে ছাতা উপহার বা দান করতে পারেন।

• শনিবার ভুলেও কখনো নখ, চুল, দাড়ি কাটবেন না। চেষ্টা করুন সপ্তাহের এই একটা দিন নিরামিষ খাবার খাওয়ার।

• শনিবার সন্ধ্যায় সরষের তেলে সামান্য তিল মিশিয়ে সেই তেল দিয়ে শনি মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালান। এর ফলে শনিদেব আপনার উপর থেকে অশুভ দৃষ্টি সরিয়ে নেবেন।

• কথিত আছে, ধুনো নাকি শনিদেবের অত্যন্ত প্রিয়। তাই শনিবার রাতে আপনি ধুনো জ্বালাতে পারেন। এর ফলে সংসারের অশুভ শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির বৃদ্ধি ঘটে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version