আড়াই হাজারে সেরা স্মার্টওয়াচ! ব্লুটুথ কলিং, দুর্দান্ত ব্যাটারির সাথে লঞ্চ হল Noise ColorFit Loop

Noise ColorFit Loop Smartwatch: 1.85 ইঞ্চি বড় ডিসপ্লে ও 60hz রিফ্রেস রেট সহ লঞ্চ নতুন স্মার্টওয়াচ Noise ColorFit Loop। এক ঝটকায় এটি ব্লুটুথের সাথে কানেক্ট ও পেয়ার করা যাবে কারণ এতে রয়েছে সিঙ্গেল চিপ ব্লুটুথ ৫.৩।

।। প্রথম কলকাতা ।।

সাশ্রয়ী মূল্যে নয়া স্মার্টওয়াচ Noise ColorFit Loop লঞ্চ হয়ে গেল ভারতে। বড় ডিসপ্লে, উন্নত ব্যাটারি ও সহজসাধ্য ব্লুটুথ টেকনোলজির সহযোগে এদিন বাজারে আত্মপ্রকাশ হল এই স্মার্টওয়াচের। ইতিমধ্যে Noise এর লাইনআপে একাধিক স্মার্টওয়াচ উপলব্ধ রয়েছে। এই নতুন মডেলেটির মাধ্যমে লাইনআপ আর কিছুটা সম্প্রসারণ হল। কোম্পানির দাবি, টানা 7 দিন ব্যাটারি লাইফ দিতে সক্ষম ঘড়িটি। এ ছাড়া এটি পলিকার্বোনেট ইউনিবডি দ্বারা তৈরি যা ডিভাইসটিকে শক্ত এবং টেকসই করে তুলবে বলে জানিয়েছে Noise।

Noise ColorFit Loop স্মার্টওয়াচের দাম ও প্রাপ্যতা

এই স্মার্টওয়াচটির দাম রাখা হয়েছে 2499 টাকা। ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এবং কোম্পানির নিজস্ব ওয়েবসাইট GoNoise.com থেকে এটি অর্ডার করা যাবে। রঙের ক্ষেত্রে বিকল্প রয়েছে ৬ টি – জেট ব্ল্যাক, অলিভ গ্রিন, মিডনাইট ব্লু, মিস্ট গ্রে, ডিপ ওয়াইন এবং রোজ পিঙ্ক।

 

আরও পড়ুন : Best Smartwatch under 2000: ২ হাজার টাকার নিচে সেরা পাঁচ স্মার্টওয়াচ, মিলবে ব্লুটুথ কলিংও

 

Noise ColorFit Loop স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

এটিতে রয়েছে 1.85 ইঞ্চি কার্ভড ডিসপ্লে সঙ্গে 60hz রিফ্রেস রেট। যা একটি স্মার্টওয়াচের পক্ষে যথেষ্ট। এ ছাড়া এটি 500 নিট পর্যন্ত সর্বোচ্চ ব্রাইটনেস অফার করে। ওয়াচ ফেস রয়েছে 200 টি। এই স্মার্টওয়াচের অন্যতম বৈশিষ্ট্য হল এটির ব্লুটুথ কলিং (ব্লুটুথ ভার্সন 5.3)। এটিতে একটি ডায়াল প্যাডও মিলবে যেখানে সমস্ত কল লগের তথ্য দেখা যাবে। আর 10 টি কন্ট্যাক্ট সেভ করতে পারবে ইউজাররা।

Noisefit অ্যাপের সহায়তায় খুব সহজেই iOS এবং Android ব্যবহারকারীরা এটি কানেক্ট করতে পারবে। এই স্মার্টওয়াচে 390mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী যা সিঙ্গেল চার্জে টানা সাত দিন পর্যন্ত পরিষেবা দিতে সক্ষম। পাশাপাশি একবার চার্জে এটি টানা 30 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকতে পারে।

অন্যান্য স্মার্টওয়াচের মতো যা যা ফিটনেস বা হেলথ ট্র্যাকিং ফিচার থাকে তা সবই মিলবে এখানে। উপরন্তু, স্পোর্টস মিলবে অনেক বেশি 130 টি। যার মধ্যে অন্তর্ভুক্ত সাইক্লিং, রানিং, ওয়াকিং, ক্রিকেট, ফুটবল, যোগা ইত্যাদি। এটিতে Noise হেলথ সুইট রয়েছে যা হার্ট রেট, অক্সিজেনের মাত্রা ইত্যাদি ট্র্যাক করতে সাহায্য করবে।

Exit mobile version