নামমাত্র খরচে লুফে নিন Nokia-র নয়া C31 5G ফোন, এক চার্জে টানা 3 দিন চলবে ব্যাটারি

Nokia C31 5G Launched: দারুন সস্তায় ভারতে 5G মোবাইল লঞ্চ করল Nokia। 5050mAh ব্যাটারি প্যাকের সাথে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে স্মার্টফোনটিতে।

।। প্রথম কলকাতা।।

Nokia এর দাবি তাদের এই নতুন 5G স্মার্টফোন এক বার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে টানা তিন দিন পরিষেবা দেবে। অর্থাৎ ব্যাটারির দিক দিয়ে গ্রাহকদের যে প্রত্যাশা তা এবারেও রেখেছে Nokia। এই বাজেট স্মার্টফোনে লেটেস্ট Android 12 সফটওয়্যার দিয়েছে কোম্পানি। রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ইতিমধ্যে একাধিক রিটেল স্টোর ও অনলাইনে স্মার্টফোনটির বিক্রি শুরু করে দিয়েছে Nokia।

Nokia C31 5G ফোনের দাম ও প্রাপ্যতা

স্মার্টফোনটি উপলব্ধ দুটি ভ্যারিয়েন্টে – একটি 3GB RAM ও 32GB স্টোরেজ যারা দাম রাখা হয়েছে 9,999 টাকা। আরেকটি 4GB RAM ও 64GB স্টোরেজ যারা দাম 10,999 টাকা। সায়ান, চারকোল ও মিন্ট এই তিনটি রঙের বিকল্পের সাথে উপলব্ধ Nokia C31।

 

আরও পড়ুন : ভারতে আসছে iQOO 11 5G স্মার্টফোন! জেনে নিন লঞ্চের তারিখ, স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম

 

Nokia C31 এর স্পেসিফিকেশন

Nokia C31 এর ডিসপ্লে আকৃতি মিলবে 6.7 ইঞ্চি HD+ ডিসপ্লে 1600*720 পিক্সেল রেজোলিউশন। Android অপারেটিং সিস্টেম 12 OS এবং প্রসেসর Octa Core। ক্যামেরার ক্ষেত্রে তিনটি সেন্সর পাওয়া যাবে স্মার্টফোনটির ব্যাক প্যানেলে। প্রথম 13 মেগাপিক্সেল মূল ক্যামেরা, দ্বিতীয় 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং তৃতীয় 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। রিয়ার ক্যামেরাতে LED ফ্ল্যাশও পাওয়া যাবে।

সেলফির জন্য উপস্থিত 5 মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার। কোম্পানি জানিয়েছে এই প্রত্যেকটি ক্যামেরাতে পোট্রেট মোড, এইচডিআর নাইট মোড সাপোর্ট করে। এই স্মার্টফোনটির ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে 5050mAh, যা Nokia এর দাবি অনুযায়ী টানা 3 দিন পরিষেবা প্রদান করতে সক্ষম। এর কারণ এটিতে এআই -সক্ষম ব্যাটারি সেভিং টেকনোলোজি রয়েছে। চার্জিংয়ের জন্য মিলবে 10 ওয়াটের চার্জিং সাপোর্ট।

 

আরও পড়ুন : 8GB RAM, 6000mAh ব্যাটারি! কম্প্যাক্ট ফিচার্স সহ লঞ্চ হল Tecno Pova 4, দাম 11,999 টাকা

 

Nokia আরও জানিয়েছে, যে স্মার্টফোনটি অত্যন্ত টেকসই এর IP52 ইনগ্রেস প্রটেকশনের জন্য। নিরাপত্তার জন্য মিলবে একটি রিয়ার-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং বায়োমেট্রিক্সের জন্য ফেস আনলক। Nokia এর অফিসিয়াল ওয়েবসাইট ও রিটেল আউটলেট ছাড়াও খুব শীঘ্রই ই-কমার্স ওয়েবসাইটগুলিতে এই স্মার্টফোন তালিকাভুক্ত হবে বলে জানিয়েছে কোম্পানি।

Exit mobile version