Homemade Hydrating Face Serum: শীতে রুক্ষ শুষ্ক ত্বক হবে উধাও, ফিরবে জেল্লাও! বাড়িতেই বানিয়ে ফেলুন এই ফেসিয়াল সিরাম

।। প্রথম কলকাতা ।।

Homemade Hydrating Face Serum: শীতের রুক্ষ শুষ্ক ত্বক হবে উধাও। ফিরবে জেল্লাও। বাড়িতেই বানিয়ে ফেলুন এই ফেসিয়াল সিরাম। কাজ দেবে দ্রুত। শীতেও প্রাণবন্ত থাকবে আপনার স্কিন। কোনোরকম কেমিকাল মেশানো সিরাম আর ব্যবহার করার প্রয়োজন পড়বে না। সবার আগে জানতে হবে এই সিরাম বানাবেন কিভাবে? ত্বকের যত সমস্যা তার বেশিরভাগই দেখা দেয় শীত এলে। টান পড়ে আমাদের মুখের ত্বকেও। এসময় আমাদের মুখের ত্বক স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে শুষ্ক ও রুক্ষ হয়ে পড়ে। আর তাতে স্বাভাবিকভাবেই ত্বক হয়ে পড়ে মলিন, অনুজ্জ্বল। এসময় ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করতে পারে ফেসিয়াল সিরাম। এটি ত্বকের নানা ত্রুটি দূর করে কোমল ও উজ্জ্বল করে তুলবে।

নিয়মিত গলায় আর মুখে ফেসিয়াল সিরাম সঠিক পদ্ধতিতে এবং সঠিক মাত্রায় ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। সেজন্য ছুটতে হবে না পার্লারে। বাড়িতেই তৈরি করে ফেলুন ফেসিয়াল সিরাম আর প্রাকৃতিক উপায়ে পেয়ে যান উজ্জ্বল, প্রাণবন্ত ত্বক। চলুন জেনে নেয়া যাক কীভাবে তৈরি করবেন ফেসিয়াল সিরাম-

অ্যালোভেরা জেল, গ্লিসারিন, ১ চা চামচ গোলাপ জল, ভিটামিন ই ক্যাপসুল এবং ২ চামচ আমন্ড তেল একটি পাত্রে নিয়ে ভাল ভাবে মিশিয়ে একটা পরিষ্কার কৌটোয় রেখে দিন। যদি আপনার ত্বক রুক্ষ হয়, তাহলে এই সিরামে বাকি সব উপকরণের সঙ্গে ১ চামচ নারকেল তেল মিশিয়ে নিতে পারেন।এবার এই মিশ্রণ কাচের শিশিতে ভরে ফ্রিজে রেখে দিন ও সময়মতো ব্যবহার করুন।

অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই এবং বি১২ রয়েছে। আর এই প্রতিটি ভিটামিনই ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে।ভিটামিন ই ক্যাপসুল ত্বকের প্রয়োজনীয় পুষ্টি যোগাতে সাহায্য করে।আর গোলাপ জলও আপনার ত্বকের জন্যে খুবই উপকারী। এতে উপস্থিত ভিটামিন সি ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে। সেই সঙ্গে ত্বকের অন্দরে কোলাজেন উৎপাদনও বৃদ্ধি করে। আমন্ড তেল বা নারকেল তেল ত্বকের আর্দ্রতা ধরে রাখবে।

এই সিরাম দিনে বা রাতে ব্যবহার করতে পারেন।মুখ ভালো করে ক্লিনজিং করার পরে ড্রপারের সাহায্যে এই ফেসিয়াল সিরাম কয়েক ফোঁটা আপনার মুখে লাগিয়ে নিন। তারপর হাতের তালুর সাহায্য়েই ধীরে ধীরে মালিশ করুন। তবে জোরে জোরে ঘষবেন না।এই ফেসিয়াল সিরামে কোনও ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার করা হয়নি বলে এটি ত্বকের জন্য নিরাপদ এবং বাজারে উপলব্ধ যে কোনও সিরামের তুলনায় অনেক সাশ্রয়ী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version