পুজোর আগে বয়স কমান বরফ ঘষে! নায়িকাদের বিউটি সিক্রেট ফাঁস, জেনে নিন

।। প্রথম কলকাতা ।।

একটুকরো বরফ দিয়ে বয়স কমবে আপনার। চোখের নিচে কালো দাগ ? সমস্যার সমাধান বরফ। মুখের চামড়া কুঁচকে যাচ্ছে! বরফই কাজে দেবে পুজোর আগে ত্বকের জেল্লা দেখে মনে হবে সুইট সিক্সটিন। কীভাবে ব্যবহার করবেন বরফের টুকরো? কোন কোন সমস্যায় কাজে লাগবে? জেনে নিন। বলিউডের অনেক তারকাই সকালে ঘুম থেকে উঠে এক পাত্র বরফ ভর্তি জলে সটান মুখ ডুবিয়ে দেন নিয়মিত। আপনিও বরফ ব্যবহার করেই নায়িকাদের মতো ত্বক পেতে পারেন। কী উপায়ে?

চোখের চারপাশে ডার্ক সার্কেল নিয়ে চিন্তা করবেন না। কালো দাগ দূর করবে বরফ শশার রস মিশিয়ে বরফ তৈরি করুন। তারপর তা চোখের চারপাশে লাগান। গরম জলে দুটি গ্রিন টি-ব্যাগ ডুবিয়ে রেখে চা বানিয়ে নিন, ঠান্ডা হয়ে গেলে বরফ জমানোর ট্রেতে ঢেলে জমিয়ে নিন। রোদ থেকে বাড়ি ফিরে রোজ এটি মুখে লাগাতে পারেন ত্বকে আলাদা জেল্লা ফিরবেই। ব্রণর মত নানা ত্বকের ইনফেকশনকে কমাতেও সাহায্য করে। অনেকেরই চোখের নিচটা ফুলে যায় বরফের মধ্যে চোখের ফোলা কমানোর গুণ রয়েছে। নানা রকমারি ক্রিম ব্যবহার করি আমরা। সেই সব ক্রিমে থাকা রাসায়নিকের কারণে উল্টে সাইড এফেক্টে আমাদের স্কিনের বারোটা বাজতে পারে। অথচ আপনার হাতের কাছেই এতো সহজ টোটকা রয়েছে। আগে জানতেন!

জানেন? কফি বানিয়ে ঠান্ডা করে বরফ জমিয়ে রাখুন ত্বকে জমে থাকা নোংরা টেনে বার করার ক্ষমতা রয়েছে কফিতে। ত্বক টানটানও হবে ব্রণর সমস্যা দূর করতে তুলসীপাতার গুণ অনেক। ২-৩ পাতা বেটে অ্যালো ভেরার রসের সঙ্গে মিশিয়ে বরফ বানিয়ে রাখুন। সপ্তাহে ৩-৪ দিন এই বরফ মুখে ব্যবহার করুন ফল পাবেনই বলছেন বিশেষজ্ঞরাও।

তবে বরফ ব্যবহার করলে আপনাকে কিছু বিষয় মাথাতে রাখতে হবে। মুখে বরফ দিয়ে রোদে বেরোলে বা রোদ থেকে এসে মুখে বরফ ঘষলে ত্বকের জন্য ক্ষতি। ঠান্ডা লাগা বা মাথা যন্ত্রণা ছাড়াও ত্বকের তাপমাত্রায় হঠাৎ পরিবর্তন হয়। সেনসিটিভ স্কিনের উপর খারাপ প্রভাব ফেলতে পারে কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে এমন অভ্যাস কি আদৌ ভাল? তবে যাঁদের সেনসসিটিভ স্কিন তাঁরা একটু সতর্ক হয়ে কোন নতুন টিপস অ্যাপ্লাই করবেন। আর সবক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version