Ratanti Kali Puja 2023: রটন্তী কালী পুজোতেই মিটবে দাম্পত্য সমস্যা! মাহাত্ম্যটা পড়ে দেখুন

।। প্রথম কলকাতা ।।

Ratanti Kali Puja 2023: মায়ের আশীর্বাদে দূর হবে সমস্ত সমস্যা। দাম্পত্য কলহ দূর করতে কিংবা মনোবাঞ্ছা পূরণে অনেকেই এখন রটন্তী কালীপুজোর (Ratanti Kali Puja) দিন গুনছেন । ২০২৩ এ রটন্তী কালী পুজো পড়েছে ২১শে জানুয়ারি, শনিবার। এই সময় ভারতবর্ষের কালী মন্দিরগুলিতে রীতিমত সাজো সাজো রব। ইতিমধ্যেই বহু মন্দিরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই কালীপুজোয় মায়ের উদ্দেশ্যে অর্পণ করা হয় বিশেষ ভোগ। মাঘ মাসের চতুর্দশী অমাবস্যায় এই কালীপুজো হয়ে থাকে। অনেকেই মন্দির ছাড়াও নিজের বাড়িতে রটন্তী কালী পুজোর (Ratanti Kali Puja) আয়োজন করেন।

পুজোর শুভ সময়

২০২৩ এ রটন্তী কালী পুজোর (Ratanti Kali Puja) শুভ সময় হল, ২০ জানুয়ারি, শুক্রবার শেষ রাত ৫টা ২৬ মিনিট থেকে ২১শে জানুয়ারি শনিবার রাত ৩টে ৭ মিনিট পর্যন্ত। ‘রটনা’ থেকে এসেছে ‘রটন্তী’ শব্দ, যার অর্থ প্রচার। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, রটন্তী কালী পুজোর দিন দেবীর মহিমা চারিদিকে ছড়িয়ে যায় অর্থাৎ রটে যায়। বহু লোককথা অনুযায়ী, এই দিন মা ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। রটন্তী কালী পুজোকে কেন্দ্র করে দক্ষিণেশ্বর মন্দিরে বিশেষ আয়োজন দেখা যায়। এই মন্দিরে প্রতিবছর তিনটি কালী পুজো বিশেষভাবে পালন করা হয়, তার মধ্যে একটি হল রটন্তী কালীপুজো।

রাধা-কৃষ্ণের কাহিনী

কথিত আছে, কেউ যদি এই কালীপুজোর শুভ তিথিতে দেবীর আরাধনা করেন তাহলে তার জীবনের সৌভাগ্যের সূচনা হয়। এই কালীপুজোকে ঘিরে আরেকটি কাহিনী প্রচলিত রয়েছে । শোনা যায় কুঞ্জবনে রাধা আর কৃষ্ণের মিলন দৃশ্য দেখে শাক্ত আয়ানের কাছে ছুটে যান জটিলা আর কুটিলা। ওদিকে ধরা পড়ার ভয়ে কাঁটা হয়ে থাকেন রাধা। কুঞ্জবনে আয়ান ঘোষ গিয়ে দেখেন উল্টো দৃশ্য। সেখানে কৃষ্ণ মা কালীর রূপ ধারণ করেছিলেন। আয়ান ঘোষ দেখতে পান, মা কালীর পদসেবা করছেন রাধা। এই সংবাদ মুহূর্তে চারিদিকে রটে গিয়েছিল। আর সেই থেকেই নাকি এই বিশেষ তিথিতে রটন্তী কালীপুজো হয়ে আসছে। আজও বহু মানুষ মনেপ্রাণে বিশ্বাস করেন, রটন্তী কালীপুজোতে ভক্তি ভরে মায়ের আরাধনা করলে দাম্পত্য কিংবা প্রেমের সমস্ত সমস্যার নিরসন ঘটে।

দক্ষিণেশ্বরের গঙ্গায় স্নান করেন দেবতারা!

দক্ষিণেশ্বরে (Dakshineswar) রটন্তী কালীপুজোরকে কেন্দ্র করে নানান মাহাত্ম্য শোনা যায়। কথিত আছে শ্রীরামকৃষ্ণদেব নাকি বলেছিলেন রটন্তী কালীপুজোর ভোরে গিয়ে দেখেন, দক্ষিণেশ্বরের (Dakshineswar) গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে এসে স্নান করছেন। এই দিন বহু পুণ্যার্থী দূর দুরান্ত থেকে দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে স্নান করতে আসেন। বিশেষ করে শৈবদের কাছে এটি একটি বিশেষ দিন। এই চতুর্দশী তিথি জুড়ে রয়েছে দেবাদিদেব মহাদেবের সঙ্গে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version