Purulia: পুরুলিয়ার ছাতা পরবে হয় প্রেম নিবেদন, উপস্থিত থাকেন এক দিনের রাজা

।। প্রথম কলকাতা ।।

Purulia: ভাদ্র মাসের সংক্রান্তির দিন চলে যাবেন পুরুলিয়ায়। দেখতে পাবেন গোটা মাঠ জুড়ে কিলবিল করছে অজস্র মানুষ। আদিবাসী নারী-পুরুষের এই মিলনক্ষেত্রে এক রাতেই ঠিক হয়ে যায় বিয়ে। চারিদিকে শুধু ছাতা আর ছাতা। এটি হলো পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছাতা মেলা। এই মেলার চাক্ষুষ দর্শন করতে গেলে আপনাকে যেতে হবে পুরুলিয়া শহর থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে চাকলতোড় গ্রামে। এই মেলার মাঠে ছাতা তোলেন ক্ষত্রিয় রাজা। সাদা রঙের বিশাল পতাকাটি তোলা হয় প্রায় ১০০ ফুট লম্বা একটি দণ্ডে। এই উৎসবের নেপথ্যে রয়েছে অন্য এক কাহিনী। কথিত আছে চুয়াড় বিদ্রোহের সময় ইংরেজদের সঙ্গে লড়াই করেছিলেন কাশীপুরের রাজা, আর তাকে সঙ্গ দিয়েছিলেন আদিবাসীরা। সেই দিনটিকেই মনে রেখে প্রতিবছর রাজবংশের সন্তানরা ছাতা তোলেন।

এই মেলায় জড়ো হন হাজার হাজার আদিবাসীরা। যদিও ইতিহাসকে ছাপিয়ে গিয়েছে এই মেলার অন্য আরেকটি দিক। মনে করা হয় ছাতা মেলা আদিবাসী তরুণ-তরুণীদের মন দেওয়া-নেওয়ার জায়গা। পুরুলিয়ার ছাতা পরব প্রেমের মেলা নামেও পরিচিত। এখানে যুবক যুবতীরা নিজেদের জীবনসঙ্গী খুঁজে নেন। বিকেল হলেই দলে দলে সাঁওতাল যুবকরা ভিড় করেন মেলায়। সঙ্গে থাকে নানান খাবার। কারণ মেলায় তো সারা রাত থাকতে হবে। শুধুমাত্র পুরুলিয়া নয়, বিহার উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় থেকেও বহু মানুষ এই মেলায় যোগ দেন। রাতের অন্ধকারে চারিদিকে আলো জ্বালিয়ে, সাঁওতালি সংস্কৃতি অনুযায়ী বিভিন্ন নাচ গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে বিশেষভাবে আরাধনা করা হয় দেবরাজ ইন্দ্রকে। অনেকে আবার চাঁদা তুলে রাজার জন্য ভাড়া করে নিয়ে আসেন ঘোড়া। পুরনো রাজ পোশাক সযত্নে তুলে রাখা হয় বাক্সে। পুরুষানুক্রমে সেই পোশাক ছাতা পরবের দিন ব্যবহার করা হয়।

বর্তমানে রাজতন্ত্র বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু এই মেলাতেই একদিনের রাজা হয়ে যান এক ব্যক্তি। তাও আবার হাজার হাজার মানুষের উপস্থিতিতে। পরম্পরা মেনে ছাতা তোলেন চাকলতোড় রাজ পরিবারের রাজকুমার। জনপ্রিয় লোক উৎসব ছাতা পরব ঘিরে রয়েছে রাজতন্ত্রের ছোঁয়া। উৎসবের সূচনার সঙ্গে জড়িয়ে রয়েছে পঞ্চকোট রাজবংশের নাম। রাজার যুদ্ধ জয়ের প্রতীক হিসেবে ছাতা তুলে বিজয়বার্তা ঘোষণা করা হয়েছিল। আর সেই দিনটি ছিল ভাদ্র সংক্রান্তি। তবে ছাতা উৎসব শুধুমাত্র একটি জেলা নয়, ভিন জেলা এবং ভিন রাজ্যের মানুষরাও এখানে জড়ো হন। ভাদ্র সংক্রান্তির দিন পুরুলিয়ার ছাতা পরব থেকে ঘুরে আসতে পারেন।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version