।। প্রথম কলকাতা ।।
Mamata Banerjee: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার দিল্লির জি২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে যোগ দেন। এবার ৪ দিনের দিল্লি সফরে মঙ্গলবার তিনি গিয়ে পৌঁছালেন রাজস্থানের আজমেঢ় শরিফে। সেখানে গিয়ে খাজা মইনুদ্দিন চিস্তির দরগায় চড়ালেন চাদর এবং ফুল। প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী। অবশ্য তাঁর সঙ্গী হিসেবে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রীতিমতো ভিড় জমতে থাকে দরগায়।
এবিপিতে প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুসারে, প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিম খাজা মইনুদ্দিন চিস্তির দরগায় গিয়ে উপস্থিত হন। সেখানে চাদর এবং ফুল চড়াতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। সেখান থেকে তাঁরা রওনা দেন পুষ্করের উদ্দেশ্যে। পুষ্করে থাকা ব্রহ্মার মন্দিরও পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আগেই জানিয়েছিলেন আজমেঢ় শরিফের খাজা মইনুদ্দিন চিস্তির দরগায় যাওয়ার ইচ্ছে তাঁর বহুদিনের। অবশেষে সেই সাধ পূরণ হল।
দরগার বাইরে থেকে চাদর, ফুল, ধূপ প্রভৃতি কিনে নেন মুখ্যমন্ত্রী। এরপর সফরসঙ্গী ফিরহাদ হাকিম নিজের মাথায় সেই ঝুড়ি চাপিয়ে নেন। এই ভাবেই সকলে গিয়ে ঢোকেন দরগায়। চাদর চড়ানোর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখানে থাকা সকলের সঙ্গে বাক্য বিনিময় করতে দেখা যায়। উল্লেখ্য, যে সময় বাংলার মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী ছিলেন তখন আজমেঢ় শরিফ থেকে পুষ্কর যাওয়ার জন্য ট্রেনের ব্যবস্থা করেছিলেন তিনি। এই আজমেঢ় শরিফ শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বীদের জন্যই তীর্থক্ষেত্র নয়, প্রতিবছর বিভিন্ন ধর্মের হাজার হাজার মানুষ এখানে এসে ভিড় জমান। তাঁরা আসেন মইনুদ্দিন সুফি সাধকের কাছে নিজেদের মনবাসনা জানাতে । মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পেয়ে আজমেঢ় শরিফে থাকা বহু মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। সকলের উদ্দেশ্যেই হাতজোড় করে নমস্কার জানান মুখ্যমন্ত্রী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম