Makar Sankranti: সংক্রান্তিতে ঘরে আসেন পৌষ লক্ষ্মী, জেনে নিন পুজোর আচার-বিধি

।। প্রথম কলকাতা ।।

Makar Sankranti: প্রতিবছরের মকর সংক্রান্তি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম মেনে পুজো অর্চনা করা হয়ে থাকে। এই মকর সংক্রান্তিতে (Makar Sankranti) বহু বাড়িতেই পুজো করা হয় মা লক্ষ্মীর (Lakshmi)। অবশ্য এই মাসে দেবী লক্ষ্মীর পুজো পৌষ লক্ষ্মীর (Poush Lakshmi) পুজো হিসেবে পরিচিত। বিশেষ করে কৃষক পরিবারে এই পৌষ লক্ষ্মীর পুজোর প্রচলন রয়েছে। মনে করা হয়, তিনি হলেন সম্পদ প্রদায়িনী। আবার বহু জায়গায় তাকে ধান লক্ষ্মী হিসেবেও পুজো করা হয়। পৌষ মাস জুড়ে পিঠে, পার্বণ, মেলা, উৎসবের ভিড় জমে আর। তার সঙ্গে জড়িয়ে থাকে বহু রীতি নিয়ম।

গোটা পৌষ মাস ধরেই বাঙালি আর শীতের আমেজ গায়ে মাখেন। আর তার সঙ্গে পিঠে পুলির নানা স্বাদে রসনা তৃপ্ত করেন। যেহেতু অগ্রহায়ণ মাসে নতুন শস্য তোলা হয় আর পৌষ মাসে গৃহস্থের বাড়ির ধানের গোলা পরিপূর্ণ থাকে তাই এই মাসের সংক্রান্তিতে মা লক্ষ্মীর পুজো করা হয়। একেক জায়গায় এই পুজোকে একেক নাম দেওয়া হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে পৌষ সংক্রান্তির এই লক্ষ্মীপুজো পৌষ আগলানো বা মুট লক্ষ্মী পুজো নামে পরিচিত। এছাড়াও পৌষ সংক্রান্তির এই লক্ষ্মী পুজোর আলপনাতেও বিশেষত্ব দেখা যায়।

গোটা উঠোন জুড়ে আলপনা দিয়ে থাকেন গ্রাম বাংলার মহিলারা। সেই আলপনার মধ্যে এমন কিছু বিশেষত্ব রয়েছে যা সাধারণ আলপনায় দেখতে পাওয়া যায় না। যেমন খড়ি মাটি দিয়েই পিঠে গাছ আঁকা হয়। তার সঙ্গে আঁকা হয় চাঁদ ,সূর্য, তারা , দাঁড়িপাল্লা সহ একটি ছেলে এবং একটি মেয়ের পুতুল। এদেরকে বলা হয় আউরি- বাউরি । বাড়ির তুলসী মঞ্চের সামনেও আলপনা দেওয়া হয়ে থাকে । সেখানে সিঁদুর এবং চন্দনের ফোঁটা সহ নানান সামগ্রী দিয়ে লক্ষ্মীপুজো সম্পন্ন হয়।

কোন কোন পল্লী বাংলার ঘরে দেখা যায় পৌষ লক্ষ্মীর আরাধনা সরায় করা হয় । একে লক্ষ্মী সরাও বলা হয়। নতুন ফসলের অন্ন ভোগ দেওয়া হয় মা লক্ষ্মীকে। এছাড়াও পুজোতে দেওয়া হয় মরশুমি ফল এবং নতুন চালের পিঠে পায়েস । পাঠ করা হয় পৌষ লক্ষ্মীর ব্রত কথা। মূলত নতুন ফসল ওঠাকে মা লক্ষ্মীর আশীর্বাদ হিসেবেই দেখে থাকেন কৃষক পরিবাররা । যার কারণে পৌষ মাসে তাঁরা মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন অত্যন্ত ভক্তিভরে। এছাড়াও পৌষ সংক্রান্তির (Poush Sankranti) দিনে বিভিন্ন জায়গায় বড় বড় মেলা অনুষ্ঠিত হয়। যেমন উদাহরণ হিসেবে বলা যায় গঙ্গাসাগরের মেলা, কেন্দুলির জয়দেবের মেলা সহ টুসু উৎসব, ঘুড়ির মেলা প্রভৃতি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version