।। প্রথম কলকাতা ।।
Paush Amavasya 2022: হিন্দু ধর্মের প্রত্যেকটি অমাবস্যার বিশেষ বিশেষ (Amavasya) গুরুত্ব রয়েছে। ২০২২ এর শেষ অমাবস্যা পড়েছে ২৩শে ডিসেম্বর। এটি হল পৌষ আমাবস্যা (Paush Amavasya) । এই অমাবস্যা পিতৃ দোষ এবং কালসর্প দোষ থেকে মুক্তি পাওয়ার মোক্ষম সময়। পৌষ অমাবস্যার জন্য সারা বছর ধরে বহু মানুষ অপেক্ষা করেন। হিন্দু পঞ্জিকা অনুসারে, পৌষ মাসে যে অমাবস্যা পালিত হয়, সেই নির্দিষ্ট অমাবস্যাকে পৌষ অমাবস্যা বলা হয়। এই দিনে বহু ধর্মীয় কাজও করা হয়। সনাতন ধর্মে পৌষ অমাবস্যার যথেষ্ট গুরুত্ব রয়েছে। পৌষ অমাবস্যার দিনটি মৃত পূর্ব পুরুষদের শ্রাদ্ধ তর্পণ করার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
পৌষ অমাবস্যা (Paush Amavasya)
২৩শে ডিসেম্বর, ২০২২
তিথি শুরু – ২২শে ডিসেম্বর, বিকেল ৭টা ১৩ মিনিটে
তিথি সমাপ্তি – ২৩শে ডিসেম্বর, বেলা ৩টে ৬ মিনিটে
অভিজিৎ মুহূর্ত- দুপুর ১২টা ৫ মিনিট থেকে ১২টা ৪৭ মিনিট পর্যন্ত
স্নান এবং দানের শুভ সময় – ৫টা ২৪ মিনিট থেকে ৬টা ১৮ মিনিট পর্যন্ত
পৌষ অমাবস্যায় পুজো, প্রার্থনা, দান ইত্যাদি সহ নানান আচার-অনুষ্ঠানের বিশেষ গুরত্ব রয়েছে। এই তিথিতে পুজো করলে প্রাণঘাতী রোগ নির্মূলের পাশাপাশি বিভিন্ন গুরুতর স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই দিন অনেকে অকাল মৃত্যু রোধে আচার এবং পুজো করে থাকেন। পরিবারে স্থিতিশীলতা বৃদ্ধির পাশাপাশি ব্যবসার উন্নতিতে এই দিন আচার-অনুষ্ঠান করার জন্য উপবাস পালন করলে শুভ ফললাভ সম্ভব। পৌষ অমাবস্যায় ব্রহ্ম মুহূর্তে পবিত্র নদীতে স্নান করবেন। যদি সম্ভব না হয় তাহলে নদীর জল বাড়ির জলের সঙ্গে মিশিয়ে স্নান করতে পারেন। তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে সূর্যকে তামার পাত্রে অর্ঘ্য নিবেদন করবেন। পাশাপাশি পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করবেন।
যে ব্যক্তি শনি দোষ বা পিতৃ দোষে ভুগছেন তার ক্ষেত্রে পৌষ অমাবস্যায় মৃত পূর্বপুরুষদের শ্রাদ্ধ অনুষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে তিল দান, বস্ত্র দান, অন্ন দান, পিন্ড দান বা অন্য কোন ধরণের দান নদীর তীরে, মন্দিরে কিংবা তীর্থস্থানে করা যেতে পারে। এই ধরনের সমস্ত কাজ পণ্ডিত পুরোহিতদের নির্দেশনায় করা উচিত, যাতে সেগুলি সঠিক উপায়ে সম্পন্ন হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম