Same Age Marriage: সমবয়সী প্রেম বেশিদিন টেকে! আসল কারণটা কী?

।। প্রথম কলকাতা ।।

Same Age Marriage: সমাজে কান পাতলেই এখনো পর্যন্ত সমবয়সী সম্পর্ক (same age relationship) নিয়ে নানান গুঞ্জন শুনতে পাবেন। একটা সময় ছিল যখন পাত্র এবং পাত্রীর বয়সের মধ্যে ১০ থেকে ১৫ বছর পার্থক্য থাকত। এক্ষেত্রে অবশ্যই বয়সে ছোট হতেন পাত্রী। বর্তমানে সেই নিয়মের বেড়াজাল ভেঙেছে। এখন শুধু বয়সে পাত্র বড় হন না, পাত্রীও বড় হন। কিন্তু সমবয়সী সম্পর্ক কেমন হয়? এই সম্পর্কের স্থায়িত্ব ঠিক কতটা? সমীক্ষা বলছে, সমবয়সী নারী-পুরুষের মধ্যে থাকা প্রেমের সম্পর্ক বেশিদিন দীর্ঘস্থায়ী হয়। এমনকি সমবয়সী দম্পতিদের সাংসারিক জীবন মধুর হয়। এর পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। যদিও এই মতকে আবার অনেকেই নাকচ করেছেন। তাদের মতে সমবয়সী সম্পর্কের বেশিরভাগ ক্ষেত্রে অশান্তি লেগেই থাকে। পাশাপাশি রয়েছে অর্থনৈতিক সমস্যা। তবে যারা নিজেদের কেরিয়ার, পড়াশোনাকে ফোকাস করে সম্পর্ক টিকিয়ে রাখে। তারা পরবর্তীকালে সফল হলে সেই সংসারিক জীবনে সুখের হয়। কর্মজগতে সফলতার আগেই যদি বিবাহ করে, সেক্ষেত্রে আর্থিক সমস্যা (financial crisis) থাকার সম্ভাবনা রয়েছে। আর্থিক সমস্যা মানেই সাংসারিক সমস্যা বৃদ্ধি। সমবয়সী সম্পর্ক কেন বেশিদিন টেকে তার কারণগুলি একটু জেনে নিন।

(১)সমবয়সী দম্পতি একটু অ্যাডভেঞ্চার (adventure) প্রিয় হন। তাদের মধ্যে প্রেম (love) এবং বন্ধুত্বের (Friendship) কোন খামতি থাকে না। তারা ঘুরতে বা কোন ঝুঁকি নিতে পছন্দ করেন। উপরন্তু ইচ্ছা করলেই দুঃসাহসিক অভিযান সেরে ফেলেন।

(২)দম্পতি মধ্যে বিস্তার বয়সের ফারাক থাকলে, যার বয়স বেশি তিনি বিপরীত থাকা ব্যক্তির সিদ্ধান্তকে গুরুত্ব নাও দিতে পারেন। কিন্তু সমবয়সী দম্পতিদের ক্ষেত্রে একে অপরের প্রতি শ্রদ্ধা, প্রেম, ভালবাসা, সম্মান সবই সমান।

(৩)কোন সমস্যায় পড়লে সমবয়সী সঙ্গীরা একসঙ্গে তার মোকাবিলা করার চেষ্টা করেন। তাদের চিন্তা ভাবনা অনেকটা এক। নিজেদের আড্ডা দেওয়া, পছন্দের খাবার বানানো, সিনেমা দেখা, পছন্দ-অপছন্দ গুলো যখনই মিলে যায় তখনই জীবন সুখের হয় ওঠে। দু’জনের চাহিদা,স্বপ্ন, ইচ্ছা গুলি অনেকটা একই রকম হয়ে থাকে। তারা ভবিষ্যতে পথ হাঁটেন অনেকটা একই রকম চিন্তা ভাবনা করে।

(৪)সমবয়সী সম্পর্কে সন্দেহ প্রবণতা কিছুটা কম। একে অপরের হাত ধরে অনায়াসে কঠিন সমস্যার সমাধান করে ফেলেন। স্বপ্ন দেখেন সুন্দর সংসার করার। ঝগড়া, বিবাদ, ঝামেলা তুলনামূলক ভাবে একটু কম হয়। একদিকে চলে মান অভিমান, অপরদিকে নতুন করে স্বপ্ন দেখা।

(৫)সঙ্গীর সাথে একটু কথা কাটাকাটি স্বাভাবিক ব্যাপার। সব সংসারেই কম বেশি এমনটা হয়। তবে সমবয়সী দম্পতির ক্ষেত্রে ঝগড়া হলে খুব দ্রুত মিল হয়ে যায়। যেহেতু দুজনের বয়সের ফারাক অনেকটা কম, তাই একে অপরকে ভালো বোঝেন। আসলে কোন সম্পর্কের বোঝাপড়াটাই আসল কথা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version