Covid-19: করোনার নয়া ভ্যারিয়েন্টকে ঘিরে ছড়াচ্ছে আতঙ্ক, কী বলছে IMA?

।। প্রথম কলকাতা ।।

Covid-19: ফের নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা। ভাইরাসের নয়া উপরূপ ‘BF.7’কে ঠেকাতে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য মন্ত্রক। এরই মধ্যে এই নতুন ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে এদেশেও। তবে আক্রান্তদের সংখ্যা মাত্রা ছাড়ায় নি। আক্রান্তদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানা গিয়েছে। কিন্তু তা সত্বেও আগেভাগে সাবধানতা অবলম্বন করছে নয়া দিল্লি (Central Government)। ফের নতুন করে একাধিক স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। কিন্তু এরই মাঝে অনেকের মধ্যে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, তবে কি ফের লকডাউন হবে দেশজুড়ে? এই মর্মে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউনের কোনও প্রয়োজন নেই।

মূলত নতুন করে করোনা নিয়ে আতঙ্ক ছড়াতেই, আমজনতার মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে লকডাউন নিয়ে। ‘সংবাদ প্রতিদিন’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জবাবে IMA-এর পক্ষ থেকে ডক্টর অনিল গোয়েল জানিয়েছেন, এই মুহূর্তে লকডাউনের কোনও দরকার নেই। তাঁর কথায়, ‘৯৫ শতাংশ মানুষের টিকা নেওয়া হয়ে গিয়েছে। সেইসঙ্গে ভারতীয়দের রোগ প্রতিরোধ ক্ষমতা চিনাদের থেকে যথেষ্ট বেশি। ভাইরাসের নয়া সাব-ভ্যারিয়েন্টের সঙ্গে লড়াই করে নিতে পারবে দেশবাসী। তাই লকডাউনের কোনও সম্ভাবনা নেই’।

পাশাপাশি তিনি বলেছেন, পুরনো নিয়মই ফিরিয়ে আনতে হবে ‘BF.7’ প্রতিরোধে। অর্থাৎ টেস্টিং, ট্রিটিং, ট্রেসিং, শনাক্তকরণ ও চিকিৎসার মাধ্যমে যেভাবে করোনাকে জব্দ করা হয়েছিল, ঠিক সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। এরই মধ্যে দেশের বিমানবন্দরগুলিকে সতর্ক করা হয়েছে। সংক্রমণ বেশি এমন দেশ থেকে আগত যাত্রীদের বিমানবন্দরে পরীক্ষা করার কাজ শুরু হবে। চিন, ব্রাজিল (Brazil), দক্ষিণ কোরিয়ার (South Korea) মতো দেশ থেকে বিমানবন্দরে যাত্রীরা নামলেই নেওয়া হবে সতর্কতামূলক ব্যবস্থা। কড়াকড়ি হতে পারে মাস্কের ব্যবহারে। বৃহস্পতিবার পর্যন্ত নতুন উপজাতিতে আক্রান্ত ছয় জন। এদিকে তাজমহলে কড়াকড়ি শুরু হয়েছে। করোনার (Covid-19) রিপোর্ট না দেখে পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, বিএফ৭-এর সংক্রামক ক্ষমতা অনেকটাই বেশি। কিন্তু তা প্রাণঘাতী নয়। সাবধানতা অবলম্বন করলেই তাকে প্রতিরোধ করা সম্ভব হবে বলে মনে করছে স্বাস্থ্য মন্ত্রক। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পরামর্শও এমনটাই। বিশেষজ্ঞদের কথায়, চিনের মতো ভারতে লকডাউনের কোনও প্রয়োজন নেই। সেখানে ঝড়ের মত ছড়াচ্ছে সংক্রমণ। প্রথম ২০১৯-এর ডিসেম্বরে চিন থেকেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। কিন্তু তারপরও সচেতন হননি তাঁরা। সে দেশে টিকা প্রদান, স্বাস্থ্যবিধি কোনও কিছুই ঠিকঠাকভাবে হয়নি। যে কারণেই ফের নতুন করে মাথাচারা দিয়ে উঠেছে করোনা। এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী, কেন্দ্র সরকারের তরফ থেকে সংক্রমণ মোকাবিলায় বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিন (Nasal Vaccine) বা নাকে নেওয়ার টিকাকে ছাড়পত্র দেওয়া হয়েছে । যা মিলবে বেসরকারি হাসপাতালে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version