Amit Shah: ভারতকে ছোঁয়া আরো দুঃসাধ্য, কড়া ঘেরাটোপে পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে! শাহের বড় ঘোষণা

।। প্রথম কলকাতা।।

Amit Shah: বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) ৫৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হল। সেই উপলক্ষে আনুষ্ঠানিক কুচকাওয়াজ থেকে অভিবাদন গ্রহণের পর বক্তব্য পেশ করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন , “পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে ভারতের দুটি প্রধান সীমান্ত আগামী দু বছরের মধ্যে সম্পূর্ণ সুরক্ষিত করা হবে।” নরেন্দ্র মোদী সরকার ভারত-পাকিস্তান এবং ভারত-বাংলাদেশের মধ্যে ৫৬০ কিলোমিটার এলাকা একেবারে ঘিরে দেবে। এই কাজকে করতে সমস্ত ধরনের পরিকল্পনা করে ফেলা হয়েছে। ভারতের পূর্ব এবং পশ্চিম দিকের এই দুই দেশের সীমান্ত যাতে সুরক্ষিত থাকে সেজন্যেই এই ব্যবস্থা।

অমিত শাহ আরও বলেন, “সীমান্ত সুরক্ষিত না হলে, একটি দেশ কখনই উন্নত ও সমৃদ্ধ হতে পারে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ প্রতিটি ক্ষেত্রেই এগিয়েছে। তা সেটি জি-২০-র সফল আয়োজন হোক অথবা চন্দ্রযান-৩, এই সবই সম্ভব কারণ আপনাদের ত্যাগ ও তপস্যায় দেশের সীমান্ত নিরাপদ। বিএসএফ এ দেশের উন্নয়নের মূল।” পাশাপাশি মাওবাদী সমস্যা দমনের প্রশ্নে মোদী সরকার উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বলেও এ দিন দাবি করেন শাহ।

উল্লেখ্য, বেড়া তৈরি করা যেখানে খুব কঠিন ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে, সেখানে ব্যবহার করা হবে উন্নত প্রযুক্তির সাহায্য নিয়ে গ্যাজেট। ভারত-বাংলাদেশ (India-Bangladesh) সীমান্ত ২২৯০ কিলোমিটার এবং ও ভারত-পাকিস্তানের (India-Pakistan) মধ্যে ৪০৯৬ কিলোমিটার এলাকায় দীর্ঘ নদী, পাহাড়ি এলাকা, জলাভূমি। সেখানে বেড়া তৈরি করা কঠিন। তাই এসব এলাকায় ব্যবহার করা হবে উন্নত প্রযুক্তির গ্যাজেট (Gadget) ।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version