Saraswati Puja: জিহ্বায় অবস্থান সরস্বতীর, পুজোর দিনে ভুলেও করবেন না এই কাজগুলি

।। প্রথম কলকাতা ।।

Saraswati Puja: হিন্দুধর্মে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এবং শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পূজিতা হন মা সরস্বতী। রাত পোহালেই আগামীকাল গোটা দেশ জুড়ে পালিত হবে বসন্ত পঞ্চমী (Basant Panchami) । আর এই বসন্ত পঞ্চমীর দিনেই বাঙালিরা সরস্বতী পুজো করে থাকেন। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত ঋতুর সূচনা হয়। এই তিথিতেই দেবী আবির্ভূতা হয়েছিলেন। যে কারণে বসন্ত পঞ্চমীতেই বন্দনা করা হয় দেবী সরস্বতীর এই পুজো সাধারণত ছাত্র-ছাত্রী এবং শিল্পীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরস্বতী পুজোর সঙ্গে তাঁরা সব থেকে বেশি জড়িয়ে থাকে।

তবে সরস্বতী পুজোর দিনে বেশ কয়েকটি কাজ রয়েছে যেগুলি করা একেবারেই অশুভ বলে মনে করা হয়। আগামীকাল সরস্বতী পুজোয় (Saraswati Puja) অঞ্জলি দেওয়ার আগে অবশ্যই জেনে নিন কোন কাজগুলি আপনি করবেন এবং কোন কাজ গুলি করবেন না। যে কাজগুলিতে অশুভ প্রভাব পড়তে পারে সেই কাজগুলি করা থেকে নিজেকে বিরত রাখুন।

কী করবেন ?

বলা হয় সরস্বতী পুজোর দিনে একদম সকালে উঠেই স্নান সেরে নেওয়া উচিত গায়ে কাঁচা হলুদ মেখে। এর যদিও বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে তবে শাস্ত্রেও এর ব্যাখ্যা দেওয়া হয়েছে। অন্যদিকে সরস্বতী পুজো দিনে হলুদ রংয়ের পোশাক পরাকে বেশ শুভ বলেই মনে করা হয়। অথবা সাদা, বাসন্তী, কমলা এই রংগুলি পোশাক পরিধান করতে পারেন। যে সকল খুদেরা তাদের শিক্ষা জীবনে পদার্পণ করতে চলেছে তাদের জন্য সরস্বতী পুজোর দিনটি অত্যন্ত উপযুক্ত। এই দিন হাতে খড়ির মাধ্যমে শিক্ষাঅর্জনের পথে পাড়ি দেয় তাঁরা। সরস্বতী পুজোর দিনে বাড়িতে নতুন গাছ বসানো ভালো। আর দেবীর সামনে অবশ্যই নিজের পড়ার বই অথবা শিল্প-কর্মে প্রয়োজনীয় সরঞ্জাম , ছবি আঁকার তুলি রং এবং সঙ্গীতের সরঞ্জাম রাখতে হয়। তাতে দেবীর আশীর্বাদ মেলে।

কী করবেন না ?

সরস্বতী পুজোর দিনে কখনই কালো পোশাক পরা উচিত নয় এবং এই কালো রংয়ের পোশাক পরে অঞ্জলি দিতে নেই। সকাল সকাল স্নান সেরে খাবার না খেয়েই প্রথমে অঞ্জলি দেওয়া উচিত। তারপর খাবার মুখে তোলা উচিত। যদি কেউ সেলাইয়ের কাজ করে থাকেন সরস্বতী পুজোর দিনে অন্ততপক্ষে এই কাজ বন্ধ রাখা ভালো বসন্ত পঞ্চমীতে মাছ মাংস বা আমিষ জাতীয় কোনো খাবার না খাওয়াই শ্রেয়। এই দিন কৃষক বন্ধুরা নিজেদের খেতের ফসলও কাটেন না। এছাড়াও বাড়িতে থাকা কোন গাছ কেটে ফেলতে নেই সরস্বতী পুজোর দিনে শাস্ত্রে বলা হয়েছে, সরস্বতী দেবী প্রত্যেকটি মানুষের জিহ্বায় অবস্থান করেন। তাই বসন্ত পঞ্চমী তিথিকে কখনই কোন কটু কথা বলতে নেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version