।। প্রথম কলকাতা ।।
Safala Ekadashi 2022: হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, ২০২২ এর শেষ একাদশী (Ekadashi) পড়েছে ১৯শে ডিসেম্বর। এই একাদশীর নাম সফলা একাদশী (Safala Ekadashi)। এই একাদশীতেই ভাগ্য বদলাতে চলেছে কিছু রাশির জাতক-জাতিকাদের। কারণ গ্রহদের রাজা সূর্য ১৬ই ডিসেম্বর রাশি পরিবর্তন করতে চলেছে। যার প্রভাব পড়বে সফলা একাদশীতে। এই একাদশীর উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্য উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। বিশ্বাস অনুযায়ী, সফলা একাদশীতে (Safala Ekadashi) কোন ব্যক্তি উপবাস করে জগতের রক্ষক ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করলে তিনি সৌভাগ্য সুখ এবং সমৃদ্ধি লাভ করেন।
সফলা একাদশীর তিথি ও শুভ সময়
১৯শে ডিসেম্বর, সোমবার,২০২২
সোমবার সফলা একাদশীর উপবাস পালিত হবে। এটাই হবে এই বছরের শেষ একাদশী।
একাদশী তিথির শুরু – ১৯শে ডিসেম্বর, ভোর ৩টে ৩২মিনিটে।
একাদশী তিথি শেষ – ২০শে ডিসেম্বর, রাত ২টো ৩২মিনিটে।
পারণের সময়- ২০শে ডিসেম্বর, সকাল ৮টা ০৫ মিনিট থেকে ৯টা ১৩ মিনিট পর্যন্ত।
এই একাদশীতে ধনু রাশিতে বুধ এবং সূর্যের উপস্থিতি বুধাদিত্য যোগ তৈরি করবে। যার কারণে ধনু রাশিতে বুধ, শুক্র এবং সূর্যের উপস্থিতিতে ত্রিগ্রহী যোগের সৃষ্টি হবে। বুধাদিত্য যোগকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা থাকে। এর প্রভাবে বিভিন্ন রাশির উপর শুভ প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয়।
রাশি পরিবর্তনের ফলে বৃষ রাশির জাতক-জাতিকাদের দ্বিতীয় ঘরে অবস্থান করবে সূর্য, যার কারণে দুর্দান্ত ফল পাবে এই রাশির ব্যক্তিরা। বৃষ রাশির জাতক-জাতিকাদের স্বপ্ন সফল হতে পারে। এই সময়ে বক্তব্য দিয়ে মানুষের মন জয় করতে সক্ষম হবেন এবং আর্থিক পরিস্থিতি ভালো থাকবে।
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য প্রচুর সুবিধা তৈরি হবে। সূর্যদেবের প্রভাবে বিশেষ করে সোশ্যাল মিডিয়া, মার্কেটিং কিংবা পরামর্শ মূলক কাজের নিয়োজিত ব্যক্তিরা তাদের যোগাযোগ দক্ষতার কারণে উপকৃত হতে চলেছেন। বিশেষ করে যারা নতুন চাকরি খুঁজছেন হয়তো তাদের এই অনুসন্ধান পর্ব শেষ হতে পারে। তারা মন পছন্দের একটি ভালো চাকরি পেতে পারেন। এছাড়াও বিদ্যমান কোম্পানিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময় খেয়াল রাখতে হবে, তারা যেন কোন ঋণ লেনদেনে জড়িয়ে না পড়েন। এই প্রতিবেদন সম্পর্কিত তথ্য প্রচলিত বিশ্বাস এবং ধ্যান ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম