Taj Mahal Tan: কেবল ত্বকেই নয়, তাজমহলের গায়েও পড়ে ট্যান! ট্যান তোলর খরচ শুনলে চমকে উঠবেন

।। প্রথম কলকাতা ।।

 

Taj Mahal Tan: কেবল আমাদের ত্বকেই নয়, ট্যান পড়ে তাজমহলের গায়েও। সেই ট্যান দূর করতে তাজমহলের গায়ে লাগানো হয় এক বিশেষ প্যাক। শুনে অবাক হচ্ছেন? অবাক হলেও এটাই সত্যি। তাজমহলের উপর থেকে ট্যান সরানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে সরকার। ফেসপ্যাক লাগানোর মতই তাজমহলের গায়েও লাগানো হয় এই বিশেষ প্যাক থেরাপি। জানেন কী সেই থেরাপি? ঠিক কত টাকা খরচ হয় এর জন্য?

 

পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম হল আগ্রার তাজমহল। যমুনার তীরে অবস্থিত শ্বেতশুভ্র ‘তাজ’ মুঘল সম্রাট শাহজাহান এবং তার স্ত্রী মুমতাজের ভালবাসার স্মৃতিচিহ্ন। জ্যোৎস্না রাত হোক কী উজ্জ্বল রোদ, তাজের রূপ সবসময়ই চোখ টানে। তাই তো প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ভিড় জমায় এখানে। সেই তাজের গায়েই নাকি পড়েছে ট্যান। মুক্তোর মত ধবধবে সাদা সৌধের রং নাকি দিন দিন মলিন হয়ে পড়ছে। আর সেই ট্যান দূর করতে গিয়েই ত্রাহী ত্রাহী রব।

 

শোনা যাচ্ছে, তাজমহলের গায়ের এই ট্যান দূর করতে বিশেষ থেরাপি নিয়ে এসেছে ASI। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতে, সময়ে সময়ে তাজমহলের গায়ে এই থেরাপি প্যাক লাগানো বিশেষ প্রয়োজন। নাহলে নষ্ট হতে পারে তাজমহলের সৌন্দর্য।

 

সে না হয় হল। তবে জানেন কি তাজমহলের গায়ে লাগানো এই প্যাকের খরচ কত? টাকার অঙ্ক শুনলে আঁতকে উঠবেন আপনিও।

 

জানা যাচ্ছে তাজমহল পরিষ্কার রাখতে এই থেরাপির পিছনে খরচ হয়েছে মোট এক কোটি চুয়াত্তর লক্ষ দশ হাজার দুশো বিয়াল্লিশ টাকা। অর্থাৎ প্রায় দু’কোটির গোড়ায়। কী? চমকে উঠলেন তো? ভাবছেন, তাজের গায়ে কী এমন প্যাক লাগানো হয় যার জন্য খরচ এত? সবুর করুন, বলছি সবটাই।

 

সম্প্রতি তাজমহল নিয়ে একটি আরটিআই সামনে এসেছে। এই রিপোর্ট থেকে জানা যাচ্ছে, এই থেরাপি নিয়ে এসেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তাজমহলের গায়ে জমে থাকা ধুলো, মাটি, নোংরা পরিস্কার করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই থেরাপি প্যাক। জানেন কি ব্যবহার করা হয় তাতে?

 

শুনে অবাক হবেন যে, কোনও হাতি, ঘোড়া নয়। তাজমহল পরিষ্কার করতে ব্যবহার করা হয় গাড়ি গাড়ি কাদা। যাকে বলা হয় কাদা প্যাক থেরাপি বা মাড প্যাক থেরাপি।

 

সূত্রের খবর, তাজমহলের গায়ে এখনও পর্যন্ত মোট ১০ বার এই কাদা প্যাক থেরাপি ব্যবহার করেছে ASI। ২০০৭-০৮ অর্থবর্ষ থেকে শুরু হয়েছিল প্যাক থেরাপির ব্যবহার। মূলত তাজমহলকে নতুন ও ঝাঁ চকচকে রাখতেই এই ব্যবস্থা। এই কাদা মাটির সাহায্য তাজের গায়ে জমা হওয়া কার্বন এবং অন্যান্য ধরনের দূষিত উপাদান পরিষ্কার করা হয়।

 

এবার চলুন জেনে নিই, কীভাবে হয় এই গোটা প্রক্রিয়াটি।

আপনি যেরকম ফেসপ্যাক লাগিয়ে কিছুক্ষণের জন্য তা শুকোতে দেন, ঠিক সেভাবেই তাজের গায়ে কাদা লাগানোর পর তা কিছুক্ষণের জন্য ছেড়ে দেওয়া হয়। এরপর তাতে হালকা নুন ও কিছু উপযুক্ত জৈব রাসায়নিকের মিশ্রণ ব্রাশের সাহায্যে মার্বেলের গায়ে লাগানো হয়ে থাকে। এরপর সেই জায়গাটি পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়। কাদামাটি শুকিয়ে গেলে তা নিজে থেকেই ঝরে পড়ে। তারপরেও কাদা মাটি লেগে থাকলে তা ব্রাশ এবং বিশুদ্ধ জল দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়। আর এভাবেই ঝাঁ চকচকে করে তোলা হয় পৃথিবীর অন্যতম সেরা সৌধ ‘তাজমহল’কে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version