Tulsi mala: শুধু কৃষ্ণভক্ত হিসেবে নয়, একাধিক শারীরিক সমস্যা দূর করে তুলসীর মালা

।। প্রথম কলকাতা।।

Tulsi mala: তুলসী কাঠের মালা হিন্দুরা বিশেষ করে বৈষ্ণবরা তাদের কন্ঠে ধারণ করে থাকেন। আমরা অনেকেই জানি না এই তুলসী মালা পরিধানের তাৎপর্য। কেন ধারণ করা হয় তুলসী মালা? তুলসী মালা গলায় পড়লে উপকার কি? তুলসী মালা পরিধানে মিথ্যা বলা যায় কি? তুলসী গাছ প্রতিটি ঘরেই থাকে। হিন্দু ধর্মে তুলসী গাছকে পবিত্র বলে মনে করা হয়।

বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তুলসীর অনেক উপকারিতা রয়েছে। সাধারণত ভগবান বিষ্ণু এবং কৃষ্ণের ভক্তদের তুলসী বীজের মালা পড়তে দেখা যায়। হিন্দু ধর্মে তুলসীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিদিন তুলসীকে জল দেওয়া থেকে শুরু করে সন্ধ্যায় তুলসী গাছের নিচে একটি প্রদীপ রাখা তুলসী খাওয়া এবং তার মালা পরানো, এর সঙ্গে সম্পর্কিত অনেক কিছু ভারতীয় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।

তুলসীর মালা পড়লে মন শান্ত এবং আত্মা পবিত্র হয়। এই মালা পড়লে শরীর পবিত্র হয়।

তুলসি একটি বিস্ময়কর ওষুধ এটি রক্তচাপ এবং হজম শক্তি উন্নত করে। তুলসী পড়লে শরীরে বিদ্যুৎ প্রবাহ বৃদ্ধি পায়।

তুলসীর মালা পড়লে মানসিক শান্তি পাওয়া যায়। এটি পড়লে ঘাড়ে প্রয়োজনীয় আকুপ্রেশার পয়েন্টে চাপ পড়ে যা মানসিক চাপে উপকারী।

জন্ডিসে তুলসীর মালা পরা স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করা হয়। কথিত আছে যে তুলসী কাঠ সাদা সুতোয় পড়লে জন্ডিস রোগ দ্রুত শেষ হয়।

কৃষ্ণ ভক্তরা যেমন এই মালা পড়ে থাকেন তেমন তুলসী মালা জপ করে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। মজার বিষয় হল যে কেউ এবং যে কোনো বয়সেই এই মালা পরা যেতে পারে। তার জন্য যে আপনাকে কৃষ্ণভক্ত হতে হবে এমন কোনো কথা কিন্তু নেই।

মন এবং মস্তিষ্ক নিয়ে যারা গবেষণা করেন তারা বলে থাকেন আমরা যেসব বিষয় নিয়ে সারাদিন চিন্তায় থাকি তার অধিকাংশই বাস্তবে ঘটে না। তবুও আমরা চিন্তায় চিন্তায় জীবনকে দুর্বিষহ করে তুলি। দুশ্চিন্তার ফাঁদে যদি পড়তে না চান তাহলে তুলসীর মালা পড়তে দেরি করবেন না। এমনটা করলে দেখবেন মনটা শান্ত হবে সেই সঙ্গে খারাপ চিন্তাও দূরে পালাবে। ফলে জীবন সুন্দর হয়ে উঠতে দেখবেন সময় লাগবে না।

শাস্ত্রে বলে জীবনে করা নানান খারাপ কাজের কারণে যাতে শাস্তি পেতে না হয় তা সুনিশ্চিত করে তুলসীর মালা। ১০৮ টি পুঁথি গেঁথে বানানো এই মালা পড়লে সব পাপ ধুয়ে যায়। এই সঙ্গে জীবনে পবিত্রতার ছোঁয়া লাগে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version