Tan Removing Scrubber: পার্লারে ব্লিচ-ফেসিয়ালের দরকার নেই, চাল গুঁড়ো, মধু ও কফির ফেস প্যাকেই উঠবে ট্যান

।। প্রথম কলকাতা ।।

Tan Removing Scrubber: রোদে ঘোরাঘুরির ফলে মুখের চামড়ায় ট্যান পড়েছে। পুজোর সময় নতুন পোশাকের সঙ্গে ট্যানের দাগ বেমানান। তাই পুজোর আগেই ট্যান মিটিয়ে ঝকঝকে ত্বক কে না চায়। অথচ, পুজোর আগে বিউটি পার্লারে লম্বা লাইন। পুজোর আগে হাতেগোনা কয়েকটা দিনের মধ্যে কিভাবে করবেন ট্যান রিমুভ। পার্লারের ঝক্কিতে না গিয়ে ঘরোয়া উপায়েই হবে ট্যানের সমাধান।

হাতের সামনে চালের গুঁড়ো, মধু, কফি আর হলুদ থাকলেই হবে। চালগুঁড়ো, কফি, হলুদ প্রথমে শুকনো মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে এক চামচ মধু মিশিয়ে নিন। এবার এই প্যাক ভাল করে গুলতে মিশিয়ে নিন কাঁচাদুধ। খুব ভাল করে এই প্যাক ঘষে ঘষে লাগান মুখে। পুজোর আগে হাতে এখনও ১৫ দিন সময় রয়েছে। এই কয়েকদিন যদি মুখের যত্ন নিতে পারেন তাহলে মুখ যেমন চকচক করবে তেমনই ফিরবে মুখের গ্লো।

সারা বছর যতই সানস ক্রিম, লোশন লাগানো হোক না কেন মুখে ট্যান পড়বেই। সেই সঙ্গে কালো দাগ ছোপ, ত্বক বুড়িয়ে যাওয়া, ক্লান্ত হয়ে যাওয়া এই সব সমস্যা থেকেই যায়। তাই যারা সারাবছর ফেসিয়াল করেন না পুজোর সময়ে একবার অন্তত মুখের উজ্জ্বল ত্বক পেতে ফেসিয়াল করতেই হয়। হঠাৎ করে এই একবার মাত্র ফেসিয়াল করলেই যে মুখের গ্লো বেড়ে যাবে এমনটা একেবারেই ভেবে নেওয়া ঠিক নয়। এরজন্য নিয়মিত মুখের যত্ন নিতে হবে। আর তাই বাড়িতেই আজ থেকে শুরু করুন এই ডি ট্যান ফেশিয়াল। নামিদামি পার্লারে গিয়ে সময় আর টাকা নষ্ট না করে কিভাবে সহজেই ঘরে হাতের কাছে থাকা উপাদান দিয়ে দুর করা যাবে ট্যান। কিভাবে তৈরি করবেন এই ডি ট্যান ফেসিয়াল প্যাক। জেনে নেওয়া যাক।

বাড়িতে থাকা চালের গুঁড়ো, মধু, কফি আর হলুদ থাকলেই হবে। কিভাবে তৈরি করবেন, চালগুঁড়ো, কফি, হলুদ প্রথমে শুকনো মিশিয়ে নিতে হবে। এর পর তারমধ্যে এক চামচ মধু মিশিয়ে নিন। এবার এই প্যাকে ভাল করে গুলতে মিশিয়ে নিন কাঁচা দুধ। ব্যস, কিছুক্ষন রেখে দিলেই তৈরি হয়ে যাবে ডি ট্যান ফেস প্যাক।

কিভাবে ব্যবহার করবেন এই ফেস প্যাক ?

খুব ভাল করে সম্পূর্ন মুখে ঘষে ঘষে লাগিয়ে নিন এই ফেস প্যাক। এরপর ১৫ মিনিট মুখে রেখে দিন। ১৫ মিনিট পর জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন। স্নানের আগে সপ্তাহে তিনদিন এইভাবে প্যাকটি ব্যবহার করতে পারলে সুফল মিলবে। দ্রুত ফিরবে মুখের জেল্লা। পকেট বাঁচিয়ে এমন ঘরোয়া রূপটানের কোনও বিকল্প হয় না। তাই আজ থেকেই শুরু করুন, ফল পাবেন ১৫ দিনেই

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version