দাঁতের স্বাস্থ্যের অবহেলা করছেন! তাতে মস্তিষ্কের কতটা ক্ষতি হচ্ছে জানেন?

।। প্রথম কলকাতা ।।

দাঁত নিয়ে দুর্ভোগের শেষ নেই অনেকেরই। কিন্তু দাঁতের স্বাস্থ্য নিয়ে শুরু থেকেই সতর্ক কতজন? দাঁত থাকতে দাঁতের কদর বোঝেন না, চারপাশে এমন মানুষ অগুনতি। দাঁতের যন্ত্রণা অসহ্য না হওয়া পর্যন্ত তো অনেকেই ডাক্তারবাবুর দ্বারস্থও হন না। আপনি কি জানেন দাঁতের স্বাস্থ্যের ওপর মস্তিষ্কের ভালোমন্দ নির্ভর করে! জানেন, খারাপ দাঁতের জন্য মস্তিষ্কের অনেক জটিল রোগ হতে পারে? সাম্প্রতিক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে।

মস্তিষ্ককে সজাগ, সক্রিয় ও প্রখর করে রাখতে তার যত্নের প্রয়োজন এটা সকলের জানা। সে জন্য সঠিক খাওয়াদাওয়া বা যোগাভ্যাস প্রয়োজন। কিন্তু মস্তিষ্ক ভাল রাখতে শরীরের অন্য কোনও অঙ্গকে সুন্দর ও সুস্থ রাখতে হবে, এটা শুনলে অবাক হতেই হয়। সেটাই দাবি করছেন জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। মস্তিষ্ক ছোট হওয়া রুখে দিতে পারে মানুষের সুন্দর হাসি। গবেষকেরা জানাচ্ছেন, দাঁতের ক্ষয়, দাঁত পড়ে যাওয়া বা মাড়ির সমস্যা বা দাঁতের অন্য কোনও সমস্যা মানুষের মস্তিষ্কের ওপর সরাসরি প্রভাব ফেলে। দাঁতের সমস্যা মস্তিষ্ককে শুকিয়ে দিতে থাকে। এর ফলে মস্তিষ্ক ছোট হতে থাকে। যা একটা সময় অ্যালজাইমারস রোগের জন্ম দেয়। অ্যালজাইমারস ক্রমশ গ্রাস করতে থাকে মস্তিষ্কের ভাল থাকা। মানুষের ভাবার ক্ষমতা কমতে থাকে। ভুলে যাওয়া বাড়তে থাকে।

নিউরোলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে, মাড়ির রোগ এবং দাঁতের অসুখের প্রভাব পড়তে পারে মস্তিষ্কের হিপোক্যাম্পাসে। স্মৃতিশক্তির নিয়ন্ত্রক মস্তিষ্কের এই অঞ্চল। এই অংশটাই মানুষের  চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করে। ৬৭ বছর বয়সি  ১৭২ জন মানুষের উপর এই গবেষণা চালানো হয়। তাঁদের স্মৃতির কোনও সমস্যা ছিল না। অংশগ্রহণকারীদের দাঁতের পরীক্ষা করা হয়েছিল। গবেষণার শুরুতে স্মৃতি পরীক্ষা করা হয়েছিল। গবেষণার শুরুতে এবং চার বছর পরে আবার হিপোক্যাম্পাসের আয়তন পরিমাপ করার জন্য তাদের মস্তিষ্কের স্ক্যানও করা হয়।

গবেষকরা দেখেছেন যে দাঁতের সংখ্যা এবং মাড়ির রোগ বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের বাম হিপোক্যাম্পাসের পরিবর্তন হয়েছে। গবেষকদের দাবি, দাঁতের যত্ন না নিলে মস্তিষ্কের ভাল থাকা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তাই মস্তিষ্ক ভাল রাখতে দাঁত ভাল রাখতেই হবে। যদিও গবেষকদের এই দাবি এখনও সর্বস্তরে মান্যতা পায়নি। জাপানের এই গবেষকেরা যদি সঠিক হন তাহলে দাঁতের যত্ন আর শুধু দাঁতের সমস্যায় সীমাবদ্ধ থাকবেনা, মস্তিষ্কের ভাল থাকা বা মন্দ থাকাও নির্ভর করবে দাঁতের ভাল থাকার ওপর।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version