পুজোর আগে মুলতানি মাটি দিয়েই পাবেন কিয়ারার মত ত্বক! কী সেই ফেসপ্যাক জানুন

।। প্রথম কলকাতা ।।

পুজোর আগে মুখে থাকবে না কোনও দাগ ছোপ মুলতানি মাটি দিয়েই হবে ম্যাজিক। কিন্তু শুধু মুলতানি মাটি লাগালেই তো হবে না। এই কটি উপাদান যদি মেশাতে পারেন পুজোর আগেই ঝলমলে ত্বক পাবেন। মুলতানি মাটি দিয়ে এই উপায়ে দীপিকা- কিয়ারার মত ত্বক পান।বছরের পর বছর ধরে ব্যবহার হয়ে আসছে এই মাটি। এতে আছে অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম সিলিকেট। কিন্তু এর সাথে আরও কয়েকটি উপকরণ মেশালেই কেল্লাফতে হবে। দেখুন সেই সিক্রেট টোটকা।

মুলতানি মাটি যে কোনও ত্বকেই ব্যবহার করা যায় এমনটাই বলেন অনেক বিশেষজ্ঞ। শুধু আপনি মুলতানি মাটির সঙ্গে কোন উপাদান মেশাচ্ছেন, তা দেখে নেওয়া প্রয়োজন, কারণ সেনসিটিভ স্কিনে অনেক উপাদানই ক্ষতিকর। আপনার যদি নরম্যাল স্কিন হয় টক দই ও হলুদের সঙ্গে মিশিয়ে মুলতানি মাটি ত্বকে ব্যবহার করতে পারেন। টক দই ত্বকে লাগালে ত্বকে প্রাকৃতিক জেল্লা ফিরে আসে। আর হলুদে আছে অ্যান্টি-ইনফ্ল্য়ামেটরি উপাদান। এক টেবিল চামচ মুলতানি মাটি নিন এক টেবিল চামচ টক দই নিন, এক চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দিন একটি ঘন পেস্ট তৈরি হবে এই ফেসপ্যাক সপ্তাহে ১-২বার ব্যবহার করুন তাহলেই ফল পাবেন।

আপনার কি খুব অয়েলি স্কিন? তেলতেলে মুখ আর ব্রণর সমস্যায় বিরক্ত ? তাহলে এই টোটকা আপনার জন্য একটি পাত্রে ১ টেবিল চামচ মুলতানি মাটি নিন তার সঙ্গে এক চামচ গোলাপ জল মেশান, আপনি এই গোলাপ জলের পরিমাণ নিজের মতো ঠিক করে নিতে পারেন এই পেস্টটি তৈরি করুন। মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন এরপর সাধারণ জলে মুখ ধুয়ে নিন।

ব্রণর সমস্যায় আপনি মুলতানি মাটির সঙ্গে নিমপাতার গুঁড়ো মিশিয়ে ব্যবহার করতে পারেন। সমান পরিমাণ মুলতানি মাটি ও নিমপাতার গুঁড়ো নিন এতে গোলাপ জল মিশিয়ে নিন এবার এটা ত্বকের উপর লাগান। সপ্তাহে দুবার আপনি এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। ট্যান তুলতেও সাহায্য করে মুলতানি মাটি। টমেটো বাটা নিন তার সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ত্বকের উপর লাগান শুকিয়ে গেলে স্ক্রাব করে ধুয়ে ফেলুন।

নামী-দামি সংস্থার বিউটি প্রোডাক্ট অনেক সময়ে কয়েক গোল খেয়ে যায় এই মাটির কাছে। সব ধরনের ত্বকের খেয়াল রাখতে দারুণ ভূমিকা পালন করে মুলতানি মাটি। তেলতেলা ত্বক থেকে ড্রাই স্কিন যাবতীয় সমস্যা দূর করতে মুলতানি মাটির জুড়ি মেলা ভার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version