Hair Care Tips: শ্যাম্পুতে মেশান জাস্ট একটা জিনিস, দেখুন কামাল! চুল ঝরবে না, বরং গজাবে

।। প্রথম কলকাতা ।।

Hair Care Tips: চুল নিয়ে আমরা কম বেশি সকলেই চিন্তিত। শ্যাম্পুতে মেশান জাস্ট একটা জিনিস। আর দেখুন কামাল। যা হবে ভাবতেও পারছেন না। দূর হবে চুলের চিন্তা। শ্যাম্পু করার সময় কি মাথা থেকে গোছা গোছা চুল উঠে আসছে। তা নিয়ে পড়েছেন মহা চিন্তায়। চলুন, আপনাকে বলি এমন একটা ট্রিকস যাতে চুল হবে মোলায়েম, মসৃণ, ঝলমলে আর গোড়া থেকে মজবুত। শ্যাম্পুর সাথে মেশাতে হবে শুধুমাত্র একটা জিনিস, যা আপনার বাড়িতেই আছে। শ্যাম্পু করার সময় চুল কেন ওঠে? আপনার করা ভুলেই চুলের বারোটা বাজছে না তো? শ্যাম্পু করার সময় ভুলেও এই কাজগুলো করবেন না।

অতিরিক্ত চিনি শরীরের জন্য ক্ষতিকারক, এ কথা কে না জানে বলুন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, চুলের পরিচর্যার জন্য চিনি দুর্দান্ত উপকারী। শ্যাম্পুতে জাস্ট এক চামচ চিনি মেশালে মাথার ত্বক দ্রুত পরিস্কার হবে। হ্যা একদম ঠিক শুনেছেন শ্যামপুতে মেশাতে হবে চিনি। দূর হবে চুলের চটচটে ভাবও। আলাদা করে চুলের জন্য ময়েশ্চারাইজারের প্রয়োজন পড়বে না। বিশেষজ্ঞদের মতে, চুল যদি ভালো রাখতে চান তাহলে সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার শ্যাম্পু করুন। তবে হ্যাঁ, যে সে শ্যাম্পু করলে হবে না। চুলের ধরন অনুযায়ী বেছে নিতে হবে ভালো মানের শ্যাম্পু। শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিন কয়েক চামচ চিনি। দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে। প্রাণ ফিরে পাবে মাথার ত্বক। দূর হবে চুলের রুক্ষ ভাব। আপনি যদি বহুদিন ধরে মজবুত ঘন চুল পাওয়ার জন্য নানান ধরনের ট্রিকস ফলো করে থাকেন, তাহলে এই ট্রিকটা একবার ফলো করুন।

শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে ব্যবহার করলে চুল ঘন এবং মজবুত হয়। দূর হয় খুশকির সমস্যা। তার জন্য শ্যাম্পুর সঙ্গে চিনি মিশিয়ে মাথার ত্বকে ভালো ভাবে ম্যাসাজ করতে হবে। চাইলে শ্যাম্পু আর চিনির সঙ্গে মিশিয়ে নিতে পারেন একটু অ্যালোভেরা জেল। বাজারের নামিদামি প্রোডাক্টের উপর ভরসা একটু কম করুন। তার পরিবর্তে বাড়িতেই বানিয়ে নিয়ে নিন অ্যালোভেরা জেলের শ্যাম্পু। এই শ্যাম্পু ব্যবহার করলে মাথার ত্বকে ইনফেকশন হয় না। উপরন্তু চুলের জেল্লা বাড়ে। চুল নরম থাকে। ঝরে পড়েও কম।

শ্যাম্পুতে শুধু চিনি মেশালে হবে না। মানতে হবে কয়েকটা নিয়ম। শ্যাম্পুর আগে ভালো করে চুল ভিজিয়ে নিন। ঘন ঘন শ্যাম্পুর ব্র্যান্ড বদলাবেন না। এর ফলে চুলের ক্ষতি হতে পারে। বদলে ফেলুন প্রতিদিন শ্যাম্পু করার অভ্যাস। এই ভুলে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে এবং অতিরিক্ত ঝরতে থাকে। শ্যাম্পু করার সঙ্গে সঙ্গে চুল ধোবেন না। অন্তত দুই থেকে তিন মিনিট অপেক্ষা করুন। গরম জলে কখনই শ্যাম্পু করবেন না। চুল ধোবেন ঠান্ডা জল দিয়ে। মনে রাখবেন, শ্যাম্পুর সময় দু একটা চুল পড়া কিন্তু অস্বাভাবিক নয়। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ৫০ থেকে ১০০ টা চুল পড়া স্বাভাবিক। কিন্তু এর থেকে বেশি পরিমাণে চুল ঝরলে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version