পাকা চুলের ধামাকা স্টাইল! পাবলিক ঘুরে তাকাবে আপনার দিকে

।। প্রথম কলকাতা ।।

অল্প বয়সে পাকছে চুল কালার করার কোনও দরকার নেই। পাকা চুলই বদলে দেবে আপনার হেড টু টো স্টাইল স্টেটমেন্ট। রাস্তায় ক্রাউড ঘুরে তাকাবে আপনার দিকে। বয়সের আগে চুল পাকলেই প্রথম ভুলটা করে ফেলছেন বরং কীভাবে যত্ন নেবেন কাঁচাপাকা চুলে সেটা আজ জানুন। অল্প বয়সে চুল পাকলে লোকে কী বলবে? ভুল যান ওসব কথা। নতুন যুগের নতুন ফ্যাশন আপন করে নিতে পারলেই কেল্লাফতে। মাথায় দেখছেন সাদা চুল ওমনি পার্লারে গিয়ে করে ফেলছেন কালার বারোটা তো সেখানেই বেজে যাচ্ছে আপনার চুলের।

কাজের চাপ, মানসিক অবসাদ আর পরিচর্যার অভাবে বয়সের আগেই অনেকেরই চুল পেকে যাচ্ছে। তাই পাকা চুলকে বার্ধক্যের লক্ষণ ভাবাটা ভুল। তবে চুল সাদা হতে দেখলেই এক্সট্রা কেয়ার নিন নিজের চুলের। এই তথ্য আপনার কনফিডেন্স কেমন বাড়াবে জানেন? হলিউড বলিউডের নামজাদা তারকারাও এখন চুলের কালার হিসেবে বেছে নিচ্ছেন সাদা বা ধূসর রঙকে। লাল নীল সবুজ বেগুনি রঙের ফ্যাশনের মাঝখানে এখন ঢুকে গেছে ধূসর রংও।

ভগবানের বরে সেই চুল এমনিই আপনি পেলে তো দারুণ ব্যাপার। এক্ষেত্রে চুলের কাটিং কিন্তু ভীষণ ইম্পরট্যান্ট। ধূসর চুল হলে মাঝেমধ্যেই আপনার চুল কাটবেন তাতে আপনার চুল মসৃণ এবং স্টাইলিশ দেখাবে। এক্ষেত্রে মহিলারা চুলে ববকাট, পিক্সি, লেয়ার কাট দিতে পারেন এটুকু বলতে পারি রাস্তায় মানুষ একবার হলেও ঘুরে তাকাবে আপনার দিকে। এছাড়াও চুলটা একটু সিল্কি এবং অগোছালো রাখলেও মন্দ হবে না। এক্ষেত্রে চুলের লেয়ার রাখবেন কাঁধ পর্যন্ত। তবে সাবধান চুলকে বাঁচাবেন সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে।

রোদে বের হওয়ার আগে অবশ্যই ক্যাপ, স্কার্ফ বা ছাতা ব্যবহার করুন। ধূসর রঙের লম্বা চুলের ক্ষেত্রে বিশেষ নজরের প্রয়োজন। সোডিয়াম লরিয়েল সালফেট যুক্ত শ্যাম্পু ব্যবহার করবেন না। এর ফলে চুল অতিরিক্ত রুক্ষ হয়ে যায়। শীত গ্রীষ্ম কিংবা বর্ষা, পাকা চুল ভালো রাখতে গেলে কিন্তু সিরাম ব্যবহার করতে হবে। যদি হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার ব্যবহার করেন তাহলে তো সিরাম অবশ্যই জরুরি। মনে রাখবেন চুলের রং কখনোই তারুণ্যের পরিচয় হতে পারে না। আপনার মেজাজ আর কনফিডেন্সটাই আসল। একরাশ সাদা চুল নিয়েই ঘুরে বেড়ান স্বচ্ছন্দে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version