Vivah Panchami 2022: ভালোবাসায় ভরে উঠবে দাম্পত্য সম্পর্ক! বিবাহ পঞ্চমীতে সঠিক নিয়ম মানছেন তো?

।। প্রথম কলকাতা ।।

Vivah Panchami 2022: বিবাহ পঞ্চমী তিথি হল অত্যন্ত শুভ একটি তিথি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই তিথিতে অনেকে নিয়ম নিষ্ঠা সহকারে বিভিন্ন নিয়ম মেনে চলেন। কারণ এই সুন্দর তিথিতেই বিয়ে হয়েছিল রাম-সীতার। ২০২২ এ বিবাহ পঞ্চমী তিথি থাকবে ২৮শে নভেম্বর দুপুর ১টা ৩৫ মিনিট পর্যন্ত। প্রতিবছর এই তিথিতে ভারতবর্ষের বিভিন্ন স্থানে রাম-সীতার বিবাহ বার্ষিকী পালন করা হয় ।

বিবাহ পঞ্চমীর তারিখ এবং শুভ সময়
বিয়ের পঞ্চমীর তারিখ- ২৮শে নভেম্বর সোমবার
পঞ্চমী তিথির শুরু – ২৭ নভেম্বর বিকেল ৪টা ২৫ মিনিটে
পঞ্চমী তিথি সমাপ্ত – ২৮শে নভেম্বর দুপুর ১টা ৩৫ মিনিটে

প্রচলিত কাহিনী অনুযায়ী, সীতার জন্য আয়োজিত রাজার জনকের স্বয়ম্বর সভায় উপস্থিত ছিলেন রাম এবং লক্ষণ। স্বয়ম্বর সভায় সবার সামনে দেবাদিদেব শিবের ধনুক একমাত্র রাজা রাম অনায়াসে তুলে দু ভাগ করতে পেরেছিলেন। তারপরেই এই তিথিতে শুভ বিবাহ সম্পন্ন হয় শ্রীরাম এবং সীতার । প্রতিবছর ভারতের বিভিন্ন স্থানে থাকা রাম-সীতা মন্দিরে বিবাহ পঞ্চমী উৎসব পালন করা হয়। সকাল থেকেই নানান আয়োজনে ধুম পড়ে যায় অযোধ্যায়। নিয়ম করে প্রত্যেক বছর আয়োজন করা হয় শ্রীরামের শোভাযাত্রা।

এই বিশেষ তিথিতে কী কী নিয়ম মানবেন ?

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিনটিতে দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা মিটতে পারে। এমনকি যাদের বিয়ে হচ্ছে না কিংবা বহুদিন ধরে বিবাহে বাধা আসছে তাদের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে আবার এই দিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হন। যেহেতু রাম এবং সীতার দাম্পত্য জীবনে অনেক কষ্ট ছিল, তাই অনেকে আবার এই দিন বিবাহ করতে চান না। বৈবাহিক নানান সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই দিন উপবাস রেখে পুজো করলে উপকার পাওয়া যায়।

•এই রীতি অনুযায়ী মন্দিরে এবং বাড়িতে মাটির প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে।
• অনেকে আবার আত্মীয়-পরিজনদের উপহার দেন এবং তৈরি করেন নানান সুস্বাদু মিষ্টি।
• এই তিথিতে খুব ভোরবেলা বিছানা থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরতে হবে।
•সীতার মূর্তিতে লাল বস্ত্র এবং রামের মূর্তিতে দিতে হবে হলুদ রঙের বস্ত্র। তারপর তিলক পরিয়ে রাম সীতার বিবাহের পোশাক দুটি একত্রে বাঁধবেন।
•নিষ্ঠাভরে আরতী এবং পুজো করে তবেই প্রসাদ গ্রহণ করবেন।
•এই দিন আপনি পাঠ করতে পারেন রামায়ণের রাম সীতার বিবাহ বর্ণনার অংশটি। পাশাপাশি পাঠ করতে পারেন রামচরিতমানস ।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version