।। প্রথম কলকাতা ।।
Makeup Remover: অনেক মহিলায় রয়েছেন যারা প্রতিদিন অন্ততপক্ষে বেসিক মেকআপের সাহায্য নিয়ে থাকেন। অফিস কিংবা বিভিন্ন কাজে যাওয়ার সময় নিজেকে প্রেজেন্টেবল লুক দিতে বেসিক মেকআপ ব্যবহার করে থাকেন অনেকেই। সে ক্ষেত্রে বাড়ি ফিরে আসার পর একমাত্র ভরসা হচ্ছে মেকআপ রিমুভার। কিন্তু কখনও চিন্তা করে দেখেছেন, মেকআপের বিভিন্ন প্রোডাক্ট যাতে রয়েছে রাসায়নিক পদার্থ সেটা আপনার মুখ থেকে পরিষ্কার করার জন্য আপনাকে ফের সেই বাজারজাত কেমিক্যালের মেকআপ রিমুভার ব্যবহার করতে হচ্ছে। তাতে দিনের শেষে গিয়ে কোন লাভ পাচ্ছেন কি ?
বরং ডার্মাটোলজিস্টরা বলছেন, এই বাজারজাত মেকআপ রিমুভার আপনার ত্বকের ক্ষতি করতে পারে বিভিন্নভাবে। তাই সব থেকে ভালো উপায় বাড়িতেই মেকআপ রিমুভার তৈরি করে নেওয়া। ব্যাপারটা শুনতে খুব একটা জটিল লাগলেও আসলে কিন্তু তেমন কিছু নয়। সামান্য কিছু উপকরণ প্রয়োজন যা প্রতিদিনই আপনার বাড়িতে থাকে। আর সেই গুলি চমৎকার মেকআপ রিমুভার হিসেবে কাজ করবে। তাদের না আছে কোন সাইড এফেক্ট না-ই রয়েছে চড়া দাম. তাই ত্বকের যত্ন নিতে হোম মেড মেকআপ রিমুভারের জুড়ি মেলা ভার।
* তেল : আমাদের প্রত্যেকের বাড়িতেই নারকেল তেল, অলিভ তেল কিংবা আমন্ড তেল থাকে। এই তেল গুলি মেকআপ তুলতে ম্যাজিকের মত কাজ করে। যেই তেল আপনার ত্বকে সহ্য হয় সেটি হাতের তালুতে নিয়ে ভালোভাবে মুখে মেখে নিন। আর তারপর হালকা হাতে করুন ম্যাসাজ । কিছুক্ষণ বাদে একটা তোয়ালে হালকা গরম জলে ডুবিয়ে মুখ পরিষ্কার করে নিন। তেলের সঙ্গে আপনার মেকআপ উঠে চলে আসবে । এমনকি যে কোন লং লাস্টিং ডিপ লিপস্টিক সহজেই ওঠানো যায় এই প্রাকৃতিক তেল ব্যবহার করে।
* দুধ এবং সর : আমাদের ত্বকের জন্যে দুধ ভীষণ ভালোভাবে কাজ করে । কিন্তু অনেকেই হয়তো জানেন না দুধের ওপরে যে সর জমে তা ত্বক পরিষ্কার করতে ভীষণভাবে কাজে লাগে। যদি খুব কড়া মেকআপ করে থাকেন তবে সেটিও তুলে দিতে পারবে দুধ এবং দুধের সর । সর্বপ্রথম হাতের তালুতে দুধের সর এবং কিছুটা দুধ নিয়ে মুখে ভালোভাবে হালকা হাতে ম্যাসাজ করে নিন। এরপর একই রকম ভাবে গরম জলে ভেজানো তোয়ালে নিয়ে মুখ মুছে পরিষ্কার করে নিন।
* গরম ভাপ : আমরা সাধারণত ফেস স্ক্রাব করার আগে স্টিম নিয়ে থাকি মুখে। তাতে ত্বকের পোরগুলি খুলে যায় এবং সেখান থেকে সমস্ত ময়লা বেরিয়ে আসে। আপনি যদি ক্রিম বেসড মেকআপ ব্যবহার করে থাকেন তাহলে মুখে তেল লাগানোর আগে ভালোভাবে গরম জলের ভাপ নিয়ে নিন।
* শসার রস : ফেসপ্যাক ব্যবহার করার সময় চোখে দু-টুকরো শসার রস ব্যবহারের টোটকা সবারই জানা আছে। কিন্তু মেকআপ তুলতে শসা কী ভাবে ব্যবহার হয় জানেন ? খুব কড়া মেক আপ তোলার হলে প্রথমে মুখে তেল ম্যাসাজ করে যতটা সম্ভব প্রোডাক্ট তুলে ফেলুন। আর তারপর শসার রস গোটা মুখে ভালোভাবে লাগিয়ে নিন। অপেক্ষা করুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। এরপর মুখ পরিষ্কার করে মুছে নিলেই সমস্যা শেষ।
একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন। মেকআপ তোলার সময় খুব জোরে জোরে মুখ ঘষবেন না। হালকা হাতে ম্যাসাজ করে মেকআপ তুলুন। আর মুখ পরিষ্কার করার পর অবশ্যই ঠান্ডা গোলাপ জল স্প্রে বোতল দিয়ে আপনার মুখে স্প্রে করে নিন। কিছুক্ষণের জন্য সেটাকে সেভাবেই ছেড়ে দিন। এরপর আপনার পছন্দের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিন গোটা মুখে। এতে আপনার ত্বক থাকবে কোমল। আর তার সাথে বেঁচে যাবে মেকআপ রিমুভারের খরচ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম