Vitamin C For Face: ঘরেই বানিয়ে ফেলুন ভিটামিন সি সিরাম!সোনার মতো চকচক করবে আপনার স্কিন!

।। প্রথম কলকাতা ।।

Vitamin C For Face: ঘরেই বানিয়ে ফেলুন ভিটামিন সি সিরাম। সোনার মতো চকচক করবে আপনার স্কিন। ভিটামিন সি-এ আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্টস। গ্লিসারিন ব্যবহার করেই বানিয়ে ফেলতে পারবেন জাদুকরি সিরাম। যা আপনার ত্বকে জেল্লা বাড়াতে সাহায্য করবে। নিয়মিত ভিটামিন সি সিরাম ব্যবহার করলেই দেখতে পাবেন ম্যাজিক। আগে জানুন ভিটামিন সি আমাদের ত্বকের জন্য কতটা উপকারী? ত্বক ভালো রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন সি। ত্বকের নানা সমস্যা দূর করে। শুধু তাই নয়, কোলাজেন বৃদ্ধি করে ত্বকের বয়স রুখে দেয়। ত্বককে টানটান সতেজ রাখতে ভিটামিন সি-এর জুড়ি মেলা ভার। ভিটামিন সি ব্যবহার করলে ত্বক মসৃণ হবে। মুখের দাগছোপ ওঠাতে সাহায্য করবে। সেই সাথে ত্বককে করবে উজ্জ্বল।

ত্বক বিশেষজ্ঞরা, ত্বক পরিচর্যার সম্পূর্ণ সুফল পেতে ভিটামিন সি সিরাম মাখার পরামর্শ দেন। এটি ময়শ্চারাইজারের চেয়ে হালকা আর সহজেই ত্বকে শুষে যায়। ভিটামিন সি লাগালে ত্বক অতিবেগুনি রশ্মিজনিত ক্ষতির হাত থেকে রেহাই পায়, ক্ষতিগ্রস্ত কোষগুলিও সজীব হয়ে ওঠে। নিয়মিত ভিটামিন সি মাখলে, বিশেষ করে রাতে মাখলে ট্রায়োসিনেস উৎপাদন কমে যেতে পারে। উজ্জ্বল হবে আপনার ত্বক। অনেক রকম ভাবেই নিশ্চয়ই চেষ্টা করেছেন ত্বকে উজ্জ্বল করার। কোনভাবে কি ত্বকের সেই উজ্জলতা নিয়ে আসতে পেরেছেন?বিভিন্ন ঘরোয়া টোটকা, প্রসাধনী দ্রব্য যে কাজ টা করতে পারেনি তা করে দেখাবে এই জাদুকরি সিরাম। একবার ইউস করেই দেখুন।

কিভাবে বানাবেন এই সিরাম?

এই সিরাম তৈরি করতে প্রয়োজন ১ চা চামচ গ্লিসারিন, ভিটামিন সি পাউডার ১/৪ চা চামচ, ২ টেবিল চামচ পরিষ্কার জল এবং ১ টা ভিটামিন ই ক্যাপসুল।

প্রথমে একটি পাত্রে সামান্য ভিটামিন সি পাউডার এবং জল যোগ করুন। এর পর এই দুটি ভালো করে মিশিয়ে নিন। তারপরে মিশ্রণটিতে গ্লিসারিন এবং ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ব্যাস, রেডি হয়ে গেলো আপনার ভিটামিন সি সিরাম।

এটি কোন কাঁচের বন্ধ সিসি তে রেখে ঠান্ডা জায়গায় রাখবেন।তবে মনে রাখবেন, বাড়িতে বানানো সিরাম কিন্তু এক সপ্তাহের বেশি ব্যবহার করবেন না। মুখ ভালো করে ধুয়ে তবেই সিরাম লাগাবেন। রোজকার স্কিনকেয়ার রুটিনে অবশ্যই এই সিরাম ব্যবহার করুন।উপকার পাবেন কয়েকদিনের মধ্যেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version