এই সহজ পদ্ধতিতে টোনার বানান বাড়িতেই, রান্নাঘরের টুকটাক দিয়েই হয়ে যাবে! খরচ বেঁচে গেল

।। প্রথম কলকাতা ।।

আপনার স্কিনের জন্য পারফেক্ট টোনার বানিয়ে ফেলুন বাড়িতেই। মাসের খরচ বেঁচে যাবে রান্নাঘরের টুকটাক জিনিস দিয়েই টোনার বানানো যায়। রাসায়নিক দিয়ে ক্ষতি করবেন কেন? কীভাবে বাড়িতে টোনার বানাবেন? জানুন সবচেয়ে সহজ পদ্ধতি। বাজার চলতি নানা রকম প্রোডাক্ট ব্যবহার করি আমরা। যার মধ্যে নানারকম কেমিক্যাল থাকে। শসা বা গোলাপ জল ব্যবহার করে বাজারজাত প্রোডাক্ট ব্যবহার না করে বাড়িতেই টোনার বানিয়ে ফেলুন।

লেবুর রস টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। এটি পাত্রে লেবুর রস নিন তাতে সামান্য জল দিন, ভালো করে মিশিয়ে নিন এবার মিশ্রমটি তুলোয় করে মুখে লাগান, ১০ মিনিট রেখে ধুয়ে নিন।

লেবুর রস টোনারের কাজ করবে ১ লিটার গরম জলে পুদিনা পাতা দিয়ে অন্তত ১০ মিনিট ভিজিয়ে রাখুন, এবার ঠান্ডা হলে জল ছেঁকে নিন সেই জল তুলোয় করে পুরো মুখে লাগান। এই টোনার ত্বকের জন্য বেশ উপকারী। প্রতিদিন এই টোনার দিয়ে মুখ মুছতে পারেন।

দুধ, মধু ও ডিমের তৈরি প্যাক টোনারের কাজ করে। একটি পাত্রে ১ চামচ মধু, ১ চামচ দুধ ও ডিমের হলুদ অংশ নিয়ে ভালো করে মেশান, মিশ্রণটি মুখে লাগান শুকিয়ে গেলে ধুয়ে নিন। এই প্যাকের গুণে ত্বক নরম হবে
এমনটাই বলছেন বিশেষজ্ঞরা

শসার টোনার ভীষণ জনপ্রিয়। তা যদি বাড়িতেই তৈরি করে নিতে পারেন। কেমন হবে? শসা কুচি করে কেটে তার সঙ্গে দেড় কাপ দই মেশান, ভালো করে মিশিয়ে নিয়ে প্যাকটি মুখে লাগান, শুকিয়ে গেলে ধুয়ে নিন এই প্যাক টোনারের কাজ করবে। এক কাপ জলে ৫-৬ ফোঁটা গোলাপ জল দিয়ে ফুটিয়ে নিতে হবে তারপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে ৫-৮ মিনিট জল ঠান্ডা হয়ে গেলে স্প্রে বোতলে ভরে যখন খুশি ব্যবহার করা যায়।

এক কাপ জলে ২ টো গ্রিন টি-র পাউচ দিয়ে ফুটিয়ে নিতে হবে, ১৫ মিনিট থাকুক এরপর ঠান্ডা করে রাখতে হবে বোতলে ক্লিনজিংয়ের পর তুলো বা প্যাডে সামান্য টোনার ঢেলে আলতো হাতে পরিষ্কার করতে হবে মুখ। গ্রিন টি-তে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটা ত্বকের আর্দ্রতা ধরে রাখে অতিরিক্ত তেল শুষে নেয়। এতে থাকা পলিফেনল ফ্রি র‌্যাডিকেলগুলিকে ধ্বংস করতে সাহায্য করে।

দূষণে ত্বকের প্রাকৃতিক জেল্লা ধীরে ধীরে হারাতে থাকে।ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রেখে আর্দ্রতার ঘাটতি পূরণ করতে ম্যাজিকের মতো কাজ করে ফেসিয়াল টোনার। ত্বকের তৈলাক্তভাব কমানোর পাশাপাশি ব্রণ কমাতেও সাহায্য করবে। তাই প্রতিদিন টোনার ব্যবহার করার ভীষণ জরুরি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version