।। প্রথম কলকাতা ।।
ইভি বিপ্লবে গা ভাসালো দেশের অন্যতম জনপ্রিয় অটোমোবাইল কোম্পানি Mahindra & Mahindra। বৈদ্যুতিক গাড়ির (Electric Vehicle) উৎপাদনে গতি বাড়াতে পুনেতে নয়া কারখানা খুলতে চলেছে এই কোম্পানি। যারা জন্য 10 হাজার কোটি টাকার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে Mahindra। ইতিমধ্যে বৈদ্যুতিক গাড়ির জন্য ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন স্কিমের অধীনে এই বিনিয়োগে অনুমোদন দিয়েছে মহারাষ্ট্র সরকার।
আগামী সাত থেকে আট বছরের মধ্যে এই কারখানা গড়ে উঠবে বলে সংশ্লিষ্ট মহল সূত্রে খবর। Mahindra এর বৈদ্যুতিক বিভাগ তথা সাবসিডিয়ারি কোম্পানি বর্ন ইলেকট্রিক ভেহিকেল (Born Electric Vehicle) এর অধীনে এই বিনিয়োগ বাস্তবায়িত হবে বলে জানা গিয়েছে। এই কারখানায় কোম্পানির আসন্ন বৈদ্যুতিক গাড়িগুলির উৎপাদন করা হবে।
আরও পড়ুন : Maruti-র গাড়ি নাকি দেশলাই বাক্স! ক্র্যাশ টেস্টে 1 স্টার পেতেই প্রতিক্রিয়া নেটাগরিকদের
এই প্রসঙ্গে, Mahindra এর এক্সিকিউটিভি ডিরেক্টর, অটো এবং ফার্ম সেক্টর রাজেশ জেজুরিকর জানান, পুনেতে এই বৈদ্যুতিক গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের জন্য এবং ৭০ বছরেরও বেশি সময় ধরে মহারাষ্ট্রে বিনিয়োগ করার জন্য সরকারের এই অনুমোদনে খুবই আনন্দিত আমরা। মহারাষ্ট্র সরকার যে আমাদের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে তার জন্যও অত্যন্ত কৃতজ্ঞ।
তিনি বলেন, এই বিনিয়োগের সাথে ইজ-অফ-ডুয়িং বিজনেস এবং প্রগতিশীল নীতিগুলির উপর সরকারের দৃষ্টিভঙ্গি মহারাষ্ট্রকে ভারতের ইভি হাব হওয়ার অনুঘটক হিসাবে কাজ করবে। এর ফলে আরও ভারতীয় এবং বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ আসবে রাজ্যে।
আরও পড়ুন : ফিচার্স ও ইঞ্জিনের এলাহি আয়োজন 2023 Range Rover Sport এ, দাম শুনবেন কত?
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতে এখনও অবধি কোনও বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করেনি Mahindra। তবে খুব তাড়াতাড়ি ভারতে পা রাখতে চলেছে কোম্পানির প্রথম বৈদ্যুতিক গাড়ি XUV400। অন্যদিকে চলতি বছর অগাস্ট মাসেই ব্রিটেনে বর্ন ইলেকট্রিক ব্র্যান্ডের উন্মোচন করেছে Mahindra। এই ব্র্যান্ডের অধীনে কোম্পানির নতুন ‘INGLO EV’ প্লাটফর্মের আদলে গাড়ি ও SUV তৈরি হবে বলে জানিয়েছে কোম্পানি।