Maruti-র গাড়ি নাকি দেশলাই বাক্স! ক্র্যাশ টেস্টে 1 স্টার পেতেই প্রতিক্রিয়া নেটাগরিকদের

Maruti Car Gets 1 Star at Global NCAP: যাত্রীবাহী গাড়ির বাজারে 40 শতাংশ আধিপত্য রয়েছে Maruti এর। কিন্তু সাম্প্রতিককালে গাড়ির কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। সম্প্রতি ক্র্যাশ টেস্টে 1 স্টার পেয়েছে কোম্পানির বেশ কয়েকটি জনপ্রিয় মডেল।

।। প্রথম কলকাতা ।।

অবশ্যই কেতাদুরস্ত গাড়ির তালিকায় পড়েনা Maruti Suzuki। কিন্তু তবুও স্বল্প দাম, কম মেইনটেনেন্স এবং ভালো রিসেল (Resale) ভ্যালুর জন্য এই গাড়ি বেছে নেন ভারতীয়রা। একটা সময় ছিল যখন যাত্রীবাহী গাড়ির বাজারে 50 শতাংশ মার্কেট ছিল Maruti এর। যা সময়ের সাথে ধীরে ধীরে কমতে শুরু করে। বর্তমানে প্রায় 40 শতাংশ বাজার দখল করে রেখেছে এই কোম্পানি। সম্প্রতি এই কোম্পানির বেশ কয়েকটি মডেলের ক্র্যাশ টেস্ট (Crash Test) পরীক্ষা করা হয়।

Maruti Suzuki Swift, Ignis এবং S-Presso এই গাড়িগুলির গ্লোবাল এনক্যাপ (Global NCAP) ক্র্যাশ রেস্ট পরীক্ষা হয়। আশ্চর্য বিষয় হল, প্রত্যেকটি গাড়ি ক্র্যাশ টেস্টে মাত্র 1 স্টার অর্জন করতে পেরেছে। বলা ভালো, উল্লেখিত প্রতিটি গাড়ি ভারতেই উৎপাদিত হয় এবং বিক্রি হয়।

Maruti Suzuki গাড়ির ক্র্যাশ টেস্ট রেটিং

সাধারণত ক্র্যাশ টেস্ট এর মাধ্যমে গাড়ির নিরাপত্তা, কোয়ালিটি এগুলি যাচাই করা হয়ে থাকে। বোঝা যায়, কোনও দুর্ঘটনার সম্মুখীন হলে যাত্রীরা এই গাড়িতে কতটা নিরাপদ থাকতে পারবে। উপরোক্ত গাড়ি গুলির মধ্যে সবাই 1 স্টার রেটিং পেয়েছে।

• Maruti Swift পেয়েছে 1 স্টার অ্যাডাল্ট সেফটি রেটিং এবং 1 স্টার চাইল্ড প্রটেকশন রেটিং।

• Maruti Ignis পেয়েছে 1 স্টার অ্যাডাল্ট সেফটি রেটিং এবং শূন্য চাইল্ড প্রটেকশন রেটিং

• Maruti S-Presso পেয়েছে 1 স্টার অ্যাডাল্ট সেফটি রেটিং এবং শূন্য চাইল্ড প্রটেকশন রেটিং।

 

আরও পড়ুন : ফাটাফাটি! 40 কিমি মাইলেজ দেবে নতুন Maruti Swift, কবে আসবে বাজারে?

 

Maruti Swift এর যদি কথা বলি, তাহলে গ্লোবাল এনক্যাপের তথ্য অনুযায়ী এই গাড়িটি চালক এবং যাত্রীদের মাথা এবং ঘাড়ের জন্য ভাল সুরক্ষা প্রদান করে। তবে ড্রাইভারের বুকের অংশের জন্য সুরক্ষা দুর্বল। এ ছাড়া এটির ফুটওয়েল এরিয়া এবং বডিশেল খুব একটা সুবিধাজনক নয়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, 2018 সালে যখন এটির ক্র্যাশ টেস্ট পরীক্ষা হয় সেখানেও প্রায় একই ফলাফল পাওয়া গিয়েছিল। তখন গাড়িটি রেটিং পেয়েছিল 2 স্টার।

ঠিক একই দৃশ্য Maruti Ignis এবং Maruti S-Presso এর ক্ষেত্রেও। যদিও বা Swift চাইল্ড প্রটেকশনের ক্ষেত্রে সামান্য সন্তোষজনক, Ignis এবং S-Presso এর চাইল্ড প্রটেকশন একেবারেই আশানুরূপ নয়, এমনটাই উল্লেখ করা হয়েছে গ্লোবাল এনক্যাপ টেস্টে।

 

আরও পড়ুন : গাড়িতে কেন দরকার ADAS প্রযুক্তি? পথ দুর্ঘটনা এড়াতে অবশ্যই জানুন

 

গ্রাহকদের প্রতিক্রিয়া

এই ফলাফল গণমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই Maruti এর সমালোচনা করেন। কারও কারও দাবি, Maruti গাড়ি যেন দেশলাই বাক্স। তাদের মতে, বর্তমান সময়ে দাঁড়িয়ে গাড়ির নিরাপত্তায় যথেষ্ট জোর দেওয়া উচিত। যেখানে সড়ক দুর্ঘটনা দিন প্রতি দিন চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সেখানে এমন ফলাফল আশা করা যায় না।

Exit mobile version