Hair Astrology: মাথার চুলের ঘনত্ব কম, এটাই হতে পারে কোন মহিলার সাফল্যের চাবিকাঠি!

।। প্রথম কলকাতা ।।

Hair Astrology: সৌন্দর্য বিচারের ক্ষেত্রে একটি মাপকাঠি হল মাথা চুল। যার মাথায় এক গোছা চুলের উপস্থিতি, ঘন কালো চুল জন্ম থেকেই তাঁরা সবসময়ই সে চুল নিয়ে আত্মবিশ্বাসী হয়ে থাকেন। কিন্তু এমন বহু মানুষ রয়েছেন যাদের চুলের ঘনত্ব (Hair Density) তুলনামূলকভাবে অনেকটাই কম (Low) হয়। কখনই তাদের চুল একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের থেকে বেশি লম্বা হয় না। আবার শারীরিক বিভিন্ন সমস্যার কারণে চুল পড়ে পড়ে পাতলা হয়ে গিয়েছে। আর ক্রমশ তাদের চুলের ঘনত্ব আরও কমতে থাকে। পুরুষের ক্ষেত্রে এই বিষয়টি যতটাই কষ্টকর একটি মেয়ের ক্ষেত্রে বিষয়টি তাঁর থেকেও কয়েক গুণ বেশি কষ্টকর। কিন্তু জ্যোতিষ শাস্ত্র বলছে কোন মহিলার যদি এমন হয়ে থাকে তাহলে তাঁর আনন্দিত হওয়া উচিত।

জ্যোতিষ শাস্ত্রের এই পরামর্শ শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন আপনিও। আসলে জ্যোতিষ শাস্ত্রে বলে, প্রত্যেকটি মানুষের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ দেখে তাদের ভবিষ্যতে কী হতে চলেছে সেই সম্পর্কে ধারণা পাওয়া যায়। আর প্রতিটি মানুষের জন্মছকের সঙ্গে মাথার চুলের ঘনত্ব সম্পর্কযুক্ত। এমনটাই বলছে জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা সমুদ্র শাস্ত্র (Samudra Shastra)। আর সেই সমুদ্র শাস্ত্র অনুযায়ী, যেই মহিলাদের মাথার চুল পাতলা হয় তাঁরা কর্মক্ষেত্রে সাফল্য অর্জন (Successful) করতে পারেন। উচ্চপদে পৌঁছতে পারেন তাঁরা । আর স্বাভাবিকভাবেই তাতে অর্থ লাভের পরিমাণও বৃদ্ধি পায়।

অন্যদিকে সমুদ্রশাস্ত্রে ঘন চুলওয়ালা মহিলাদের সম্পর্কে বলা হয়েছে তাঁরা দারিদ্র্যে ডুবে থাকেন প্রায় সারা জীবন। সেই জায়গায় যে সকল মহিলাদের মাথার চুলের ঘনত্ব তুলনামূলকভাবে কম তাঁরা সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারেন। বৃহৎসংহিতাতেও এই বিষয়টির উল্লেখ করা হয়েছে করা । শুধুমাত্র জ্যোতিষ শাস্ত্রই যে এমন বলছে তা কিন্তু নয়। বিজ্ঞানের একাধিক সমীক্ষাতেও উঠে এসেছে যে সকল মহিলারা তাদের কর্মক্ষেত্রে দারুন সফল এবং আরও বড় সাফল্যের পথে এগোচ্ছেন তাঁরা অনেক বেশি বুদ্ধিমতি এবং দক্ষ । একইসঙ্গে তাদের অধিকাংশের মাথার চুল তুলনামূলকভাবে পাতলা । লণ্ডনে করা বিজ্ঞানীদের একটি সমীক্ষায় এই তথ্য উঠে আসে। এমনটাই জানা গিয়েছে ‘এই সময়ে’ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version