Dangers of sitting: টানা বসে কাজ করলেই বিপদ, রোগ এড়াতে জেনে রাখুন বসার নিয়ম

।। প্রথম কলকাতা ।।

Dangers of sitting: অফিসে কিংবা ওয়ার্ক ফ্রম হোমে একটানা কম্পিউটারের সামনে বসে কাজ করেছেন। আবার অনেকেই আছেন যারা সময় পেলেই মোবাইল ফোন নিয়ে বসে পড়েন। এই অভ্যাসের জেরে দফারফা হচ্ছে কোমর আর পিঠের। দীর্ঘক্ষণ একটানা বসে থাকার অভ্যাস আপনার শরীরের ডেকে আনছে জটিল মারাত্মক রোগ। একটানা বসে কাজ করার ক্ষেত্রে শিরদাঁড়ার নানান সমস্যায় বহু মানুষ নাজেহাল। মেরুদণ্ডকে আপনি সুস্থ রাখতে পারেন শুধুমাত্র সামান্য কয়েকটি উপায়ে। একবার যদি সমস্যা বাড়ে তাহলে ফিজিওথেরাপি সঙ্গে ওষুধ তো আছেই, তার উপর অপারেশনও করতে হতে পারে। ঘাড় পিঠের ব্যাথার থেকে মুক্তি পেতে জেনে রাখুন কয়েকটি টিপস।

গবেষণায় দেখা গিয়েছে, প্রতি বছর গোটা বিশ্বে যত মানুষের মৃত্যু হয় তার চার শতাংশ মৃত্যু হয় শুধুমাত্র দীর্ঘক্ষণ বসে থাকার কারণে। আসলে মানুষ ঘন্টার পর ঘন্টা টানা বসে থেকে নিজেদের জীবনে মৃত্যুকে সাদরে আপ্যায়ন করেন। দীর্ঘক্ষণ বসে থাকলে হৃদরোগ জনিত জটিলতা দেখা দিতে পারে। পাশাপাশি ঘাড় কাঁধ কোমর পিঠের ব্যথা তো স্বাভাবিক। শুধু শারীরিক ক্ষতি নয়, একটানা বসে থাকলে মানসিক সমস্যাও দেখা দেয়। ওজন বাড়ে তরতরিয়ে, দেখা দেয় ডায়াবেটিসের ঝুঁকি। তাই এখনই এই অভ্যাস ত্যাগ করুন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version