ক্রিয়েটরদের মোটা টাকা দেবে Jio, আসছে নতুন শর্ট ভিডিও প্ল্যাটফর্ম

Jio Platforms : ইউটিউব শর্টস (Shorts) এবং ইনস্টাগ্রাম রিলসের (Reels) মতো শর্ট ভিডিও অ্যাপ আনছে Jio। ২০২৩ সাল থেকে পুরোদমে চালু হলে এই শর্ট ভিডিও 'প্ল্যাটফর্ম'।

।। প্রথম কলকাতা ।।

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নয়া বিকল্প তৈরি করে দিতে চলেছে মুকেশ আম্বানি (Mukesh Ambani) মালিকাধীন Jio। ইউটিউব শর্টস এবং ইনস্টাগ্রাম রিলস ভিডিওকে টেক্কা দিতে ‘প্ল্যাটফর্ম’ (Platform) নামে নতুন শর্ট ভিডিও অ্যাপ চালু করছে সংস্থা। রোলিং স্টোন ইন্ডিয়া (Rolling Stone India) এবং ক্রিয়েটিভল্যান্ড এশিয়ার (Creativeland Asia) সাথে হাত মিলিয়ে এই ভিডিও প্ল্যাটফর্ম শুরু করছে Jio।

এই শর্ট ভিডিও অ্যাপে মনিটাইজেসনের বিকল্প থাকবে যেখান কনটেন্ট ক্রিয়েট করে অর্থ উপার্জন করতে পারবেন ইনফ্লুয়েন্সার (Influencer) এবং ক্রিয়েটররা।

Jio এর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই প্ল্যাটফর্ম তারকা বিনোদনকারীদের জন্য চূড়ান্ত গন্তব্য হতে প্রস্তুত। যেখানে অর্গানিক গ্রোথ এবং মনিটাইজেসনের (Monetization) একটি ইকোসিস্টেম তৈরি করা হয়েছে। গায়ক, সঙ্গীতশিল্পী, অভিনেতা, কৌতুক অভিনেতা, নৃত্যশিল্পী, ফ্যাশন ডিজাইনার এবং সংস্কৃতিকে প্রভাবিত করে এমন সমস্ত ক্রিয়েটরদের আস্তানা হতে চলেছে এটি।

Jio Platform কবে চালু হবে?

সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, এটি বর্তমানে বিটা ভার্সনে উপলব্ধ। ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে এটি লাইভ হবে। যদিও প্রাথমিক পর্যায়ে এই প্ল্যাটফর্মে সবাই লগ ইন করতে পারবে না। শুধুমাত্র প্রথম ১০০ জন প্রতিষ্ঠাতা সদস্য একটি ‘ ইনভাইট’ সিস্টেমের মাধ্যমে অ্যাপটি ব্যবহার করতে সক্ষম হবে এবং তাদের প্রোফাইলে ‘গোল্ডেন টিক’ যাচাইকরণ দ্বারা আলাদা করা থাকবে। এই সদস্যরা রেফারেল প্রোগ্রামগুলির মাধ্যমে সাইন আপ করার জন্য নতুন শিল্পী সদস্যদের আমন্ত্রণ জানাতে পারবেন।

 

আরও পড়ুন : Google, Apple-র উপর রেগে লাল এলন মাস্ক! স্মার্টফোন বানাতেও তৈরি, দিলেন বড় বার্তা

 

YouTube Shorts এবং Instagram Reels -কে টেক্কা

ভারতে টিকটক (TikTok) ব্যান হওয়ার পর শর্ট ভিডিও প্ল্যাটফর্ম রূপে কেবল উপলব্ধ ছিল ইনস্টাগ্রাম রিলস। যদিও সেই সময় সেটি অতটা জনপ্রিয় ছিল টিকটকের তুলনায়। এরপরে গুগল তাদের ইউটিউবের মাধ্যমে শর্টস প্রোগ্রাম লঞ্চ করে। বর্তমানে দুই প্ল্যাটফর্মই বেশ জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে। তবে Jio যদি আক্রমণাত্মক ভাবে তাদের শর্ট প্ল্যাটফর্ম এগিয়ে নিয়ে যায় তাহলে ভালো বেগ পেতে পারে ইউটিউব ও ইনস্টাগ্রাম।

Jio Platform এ অর্থ উপার্জন

সংস্থা জানিয়েছে, এই প্ল্যাটফর্মে অর্থপ্রদানের জন্য অ্যালগরিদমগুলিকে অগ্রাধিকার দেবে না তারা বরং ক্রিয়েটরদের র‌্যাঙ্ক এবং খ্যাতির ভিত্তিতে তাদের অর্থ উপার্জনের সুযোগ করে দেবে। অর্গানিক গ্রোথ যেই ক্রিয়েটরের বেশি হবে সে তত বেশি সুযোগ পাবে। এই বিষয়টি নিয়ন্ত্রিত হবে সিলভার, ব্লু ও রেড টিক যাচাইকরণের মাধ্যমে। এই ব্লু টিক পাওয়া যাবে কোনও প্রমোশনের সাহায্যে নয়, তার ফ্যানবেস এবং কনটেন্ট এঙ্গেজমেন্টের ভিত্তিতে।

Exit mobile version