Google, Apple-র উপর রেগে লাল এলন মাস্ক! স্মার্টফোন বানাতেও তৈরি, দিলেন বড় বার্তা

।। প্রথম কলকাতা ।।

এবার স্মার্টফোন বানানবেন এলন মাস্ক (Elon Musk)। শুনতে অবাক লাগলেও ভবিষ্যতে এটি বাস্তবায়িত হতে পারে। ভাবছেন কেন এমন বলছি! আসলে সম্প্রতি Google ও Apple এর খুব রেগে গিয়েছেন তিনি। নেটমাধ্যমে গুঞ্জন বিশ্বের সবচেয়ে বড় দুই প্রযুক্তি সংস্থা নিজ নিজ অ্যাপ স্টোর (Google এর Play Store এবং Apple এর App Store) থেকে ট্যুইটার অ্যাপ সরিয়ে দিতে পারে। এই খবর ট্যুইটারে চাউর হতেই রেগে লাল এলন মাস্ক।

এক ট্যুইটার ইউজার লেখেন, Google এবং Apple যদি অ্যাপ স্টোর থেকে ট্যুইটার সরিয়ে দেয় তাহলে এলন মাস্ক বিকল্প স্মার্টফোন তৈরির দিকে ঝুঁকতে পারে। ওই ইউজারের মতে, এটি হলে দেশের অর্ধেক মানুষ পক্ষপাতদুষ্ট, স্নুপিং আইফোন এবং অ্যান্ড্রয়েডকে পরিত্যাগ করবে। যে ব্যক্তি মঙ্গল গ্রহে রকেট পাঠাতে তার কাছে ছোট একটি স্মার্টফোন বানানো সামান্য ব্যাপার।

ওই ইউজারের ট্যুইটের প্রতিক্রিয়া দিয়ে এলন মাস্ক জানান, আমি আশা করি এমন কিছু হবে না। তবে, হ্যাঁ, যদি অন্য কোনও বিকল্প না থাকে তবে আমি স্মার্টফোন তৈরি করতেও রাজি।

এলন মাস্কের এমন বার্তার পর আরও একবার ধন্ধে পড়ে গিয়েছেন তাঁর অনুরাগীরা। খামখেয়ালি এলন মাস্ক মাঝে মধ্যেই ট্যুইটারে নানা রকম অদ্ভুত মন্তব্য করে থাকেন। বাইরে থেকে দেখে আলপটকা মন্তব্য মনে হলেও এর পিছনে থাকে গভীর উদ্দেশ্য। যেমনটি হয়েছিল খোদ ট্যুইটারের ক্ষেত্রে।

প্রসঙ্গত, ডিসেম্বর ২ তারিখ থেকে অবশেষে ট্যুইটারে চালু হবে ব্লু টিক প্রিমিয়াম সাবস্ক্রিপশন (Twitter Blue Premium Subscription)। এর সাথে আরও দুটি গোল্ড ও গ্রে চেকমার্কও যুক্ত করেছেন এলন মাস্ক। গোল্ড চেক মার্ক পাবে বিভিন্ন কোম্পানি এবং গ্রে চেক মার্ক পাবে সরকারি প্রতিষ্ঠান। ব্লু চেক মার্ক পাবেন সাধারণ ইউজার ও সেলিব্রিটি তারকরা।

Exit mobile version