Santoshi name: আপনার মেয়ে কি শুক্রবারে জন্মেছে? মা সন্তোষীর এই নামগুলি রাখতে পারেন

।। প্রথম কলকাতা ।।

Santoshi name: প্রতি শুক্রবার সন্তোষী মাতার ব্রত পালন করে থাকেন অনেকে। তাদের জীবন ভরে যায় সৌভাগ্যে। আমাদের দেশে পাশাপাশি বিভিন্ন রাজ্যের দেবীর পুজা হয়ে থাকে। পুরান মতে, রাখি পূর্ণিমার দিন দেবাদিদেব গণেশের বোন তার হাতে রাখি বেঁধেছিলেন বলে তার দুই ছেলে শুভ আর লাভেরও সেই ইচ্ছা হয়। আর দেবাদিদের তার ছেলের মন রাখতে সৃষ্টি করেন এক কন্যার। সেই বার ছিল শুক্রবার। ইচ্ছাপূরণ করে তাদের সন্তুষ্ট করেছিলেন বলে তার নাম দেবী সন্তোষী।

শুক্রবার যদি আপনার মেয়ের জন্ম হয়ে থাকে তাহলে দেবীর নামেই নামকরণ করতে পারেন। যেমন

আভা- এর অর্থ হল কাঙ্ক্ষিত বা শক্তি। কারোর মতে এই নামের অর্থ সূর্যরশ্মি।

আধ‍্যা- এই নামের অর্থ শুরু। আবার অনেকেই বলে থাকেন এই নামের অর্থ যে দেবী দুর্গার আরাধনা করেন।

আভারানা-সন্তোষী দেবীকে আভারানা বলে মনে করা হয়। যার অর্থ হল রত্ন।

আদ‍্যা- এই নামের অর্থ আদি শক্তি। যিনি সব আদিম শক্তি।দেবী পার্বতীকে ওই নামে অভিহিত করা হয়।

আরাত্রিকা- এই নামের অর্থ খুবই পবিত্র। তুলসী তলায় সন্ধ্যে প্রদীপকে এই নামে বলা হয়।

আশ্রিতা-দেবী দুর্গাকে এই নামে ডাকা হয়। যে আশ্রয় দান করে তাকে আশ্রিতা বলে ডাকা হয়।

অভিমানী- এই নামের অর্থ গর্বিত। যিনি অহংকারের অধিকারী। তাকেও এই নামে ডাকা হয়।

অভায়াপ্রদা- এই নামে দেবী সন্তোষীকে অভিহিত করা হয়। নামের অর্থ নিরাপত্তা প্রদানকারী।যিনি ভয়হীনা তাকে এই নামে ডাকা হয়।

অভিরামী- এই নামেও দেবী সন্তোষীকে ডাকা হয়। দেবী গৌরীর আরেক নাম অভিরামী।

আদ্রিকা- আদ্রিকা নামের অর্থ দেবী লক্ষ্মী। আবার কেউ এই নামের অর্থ হিসেবে বলেন স্বর্গীয়। এই নামের অর্থ হিসেবে পর্বত বলেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version