ভারতে আসছে iQOO 11 5G স্মার্টফোন! জেনে নিন লঞ্চের তারিখ, স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম

iQOO 11 5G : ভারতে লঞ্চ হতে চলেছে নয়া ৫জি মোবাইল আইকিউ ১১ ৫জি। বাজার কাঁপানো ফিচার্স যুক্ত এই স্মার্টফোন আগামী মাসেই লঞ্চ হবে। মিলবে 16GB RAM ও 512GB এর মেগাস্টোরেজ।

।। প্রথম কলকাতা ।।

iQOO 11 5G সিরিজ নিয়ে প্রত্যাশা অনেক। আসলে iQOO এর ফোন মানেই নতুন নতুন চমকের সম্ভার। চোখ জুড়িয়ে নেওয়া ক্যামেরা এবং বিস্তৃত স্টোরেজের উপহার মেলে এই মডেলগুলিতে। চীনে লঞ্চ হওয়ার পর জানা গিয়েছে খুব শিগগিরিই নাকি ভারতে পা রাখতে চলেছে iQOO 11 5G স্মার্টফোন।

ভারতে কোম্পানির যে ওয়েবসাইট আছে তাতে এটি তালিকাভুক্ত হয়েছে। একটি কমিউনিটি ফোরাম থেকে জানা গিয়েছে এই ভারতে এটি লঞ্চ হবে 2022 সালের 10 ই জানুয়ারি তারিখে। আর সেল শুরু হবে নাকি 13 জানুয়ারি থেকে। যদিও কোম্পানির তরফে আপাতত কিছু নিশ্চিত করা হয়নি। ভারতে এটি প্রো ও নন-প্রো দুই মডেলের সাথেই লঞ্চ হবে বলে খবর।

 

আরও পড়ুন : Jio Phone 5G কবে লঞ্চ হবে বাজারে? পকেটসই দামে যা যা ফিচার্স মিলবে এই স্মার্টফোনে

 

iQOO 11 5G Expected Specifications: আইকিউ ১১৫জি সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

 

এই স্মার্টফোনে 144Hz রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন এবং HDR10+ সহ 6.78 ইঞ্চি E6 AMOLED ডিসপ্লে দেখা যেতে পারে। তবে iQOO 11-এ একটি ফ্ল্যাট প্যানেল থাকতে পারে আর iQOO 11 Pro-এ দেখা মিলতে পারে কার্ভড স্ক্রিনের। ফোনটিতে শক্তি প্রদানের জন্য রয়েছে Snapdragon 8 Gen 2 প্রসেসর, যা LPDDR5x RAM এবং UFS 4.0 ইন্টার্নাল স্টোরেজের সাথে যুক্ত। সিরিজটিতে ইমেজ প্রসেসিংয়ের জন্য নিবেদিত একটি V2 চিপও রয়েছে। দুটি ফোনেই 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM সমর্থন করে।

মূল ক্যামেরার ক্ষেত্রে প্রো ও নন-প্রো মডেলদুটিতে পার্থক্য রয়েছে। iQOO 11 এ মিলবে 50- মেগাপিক্সেল Sony IMX866 প্রাইমারি সেন্সর, একটি 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং একটি 13 মেগাপিক্সেল পোর্ট্রেট টেলিফটো সেন্সর। অন্যদিকে iQOO 11 প্রো মডেলে মিলবে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর, এবং 2x অপটিক্যাল জুম সমর্থন সহ একটি 13 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে দুটিতেই 16 মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার রয়েছে।

iQOO 11 মডেলের ব্যাটারি ক্যাপাসিটি 5000mAh এবং 120W ফাস্ট চার্জিং। আর iQOO 11 প্রো মডেলে রয়েছে 4700mAh ব্যাটারি, 200W ওয়্যার চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং।

 

আরও পড়ুন : 200MP ক্যামেরা নিয়ে আসছে Redmi Note 12 5G, ভারতে কবে লঞ্চ হবে এই স্মার্টফোন?

iQOO 11 5G Price : আইকিউ ১১ ৫জি ফোনের কত দাম হতে পারে?

চীনে এটির নন-প্রো মডেল লঞ্চ হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় 44,900 টাকায় এবং প্রো মডেল লঞ্চ হয়েছে প্রায় 59,000 টাকায়। আশা করা যায়, ভারতের এই দামের কাছাকাছি রেঞ্জের লঞ্চ হবে স্মার্টফোনটি।

Exit mobile version