200MP ক্যামেরা নিয়ে আসছে Redmi Note 12 5G, ভারতে কবে লঞ্চ হবে এই স্মার্টফোন?

Redmi Note 12 5G Series: ভারতে Redmi এর 8 বছর পূর্তি উপলক্ষে শীঘ্রই লঞ্চ হবে রেডমি নোট ১২ ৫জি সিরিজ স্মার্টফোন। সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছে স্মার্টফোন প্রস্তুতকারক শাওমি (Xiaomi)।

।। প্রথম কলকাতা ।।

5G ফোনের বাজারে নয়া ধামাকা নিয়ে আসছে শাওমি। পঞ্চম প্রযুক্তির নেটওয়ার্কের পাশাপাশি 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসছে Redmi Note 12 সিরিজ স্মার্টফোন। সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছে Redmi এর পেরেন্ট কোম্পানি শাওমি (Xiaomi)। ট্যুইটারে এই ঘোষণা করেছে তারা। কোম্পানি জানিয়েছে, ভারতে Redmi এর 8 বছর পূর্তি উপলক্ষে নতুন স্মার্টফোন আনা হচ্ছে। ভারতে 72 মিলিয়ন এবং বিশ্বব্যাপী 300 মিলিয়ন Redmi Note ডিভাইজ বিক্রি হয়েছে।

ভারতে লঞ্চ হবে Redmi Note 12 5G সিরিজ

চলতি বছর গত অক্টোবর মাসে এই স্মার্টফোন চিনে লঞ্চ করেছে কোম্পানি। একাধিক নতুন আপডেট ও শক্তিশালী 200 ওয়াট চার্জিংয়ের সাথে লঞ্চ হয়েছে স্মার্টফোনটি। এই সিরিজে Redmi Note 12 Pro 5G এবং Redmi Note 12 Pro+ 5G – এই দুই ভ্যারিয়েন্ট দেখা যাবে। গত বছর লঞ্চ হওয়া Redmi Note 11 এর উত্তরসূরি হিসাবে আত্মপ্রকাশ করবে হ্যান্ডসেটটি। সূত্রের খবর, ভারতে প্রথম Redmi Note 12 Pro + 5G পা রাখতে পারে। যদিও কোম্পানির তরফে এখনো চূড়ান্ত কিছু জানানো হয়নি।

 

আরও পড়ুন : Realme 10 Pro+ 5G-র দাম ফাঁস হল লঞ্চের আগেই, কিনতে গেলে কত খরচ হবে?

 

ভারতে Redmi Note 12 Pro+ 5G সিরিজের স্পেসিফিকেশন

Redmi Note 12 Pro+ 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ সাপোর্ট করে। এতে রয়েছে MediaTek Dimensity 1080 SoC প্রসেসর। স্মার্টফোনটির ডিসপ্লে 6.67 ইঞ্চিFHD+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেস রেট 120hz। ওপারেটিং সিস্টেম Android 12। ব্যাটারির ক্যাপাসিটি রয়েছে 5,000mAh।

এটির অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ট্রিপল রিয়ার ক্যামেরা যার মধ্যে মূল ক্যামেরা 200 মেগাপিক্সেলের। এ ছাড়া 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স বর্তমান। এটির মূল ক্যামেরা 30fps-এ 8K রেজোলিউশন পর্যন্ত এবং 120fps-এ 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করতে সক্ষম। সামনে, সেলফির জন্য একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা মজুত রয়েছে।

Redmi Note 12 Pro+ ও Redmi Note 12 Pro ফোনদুটির ক্ষেত্রে এক। তবে ডিসপ্লে, সফ্টওয়্যার, ক্যামেরা এবং ব্যাটারির ক্ষেত্রে ভিন্নতা রয়েছে। Note 12 Pro -তে 200 মেগাপিক্সেলের জায়গায় 50 মেগাপিক্সেল ক্যামেরা মিলবে।

Exit mobile version