Jio Phone 5G কবে লঞ্চ হবে বাজারে? পকেটসই দামে যা যা ফিচার্স মিলবে এই স্মার্টফোনে

Jio Phone 5G : জিও ফোন ৫জি নিয়ে নিয়ে দারুন উৎসুক জনতা। স্বল্প আয় গ্রাহকদের সামর্থে কুলিয়ে যাবে এমন ফোন নিয়ে আসছে মুকেশ আম্বানি। ফোনটি শীঘ্রই লঞ্চ হওয়ার কথা। তবে তার আগেই ফাঁস হয়ে গেল এটির ফিচার্স।

।। প্রথম কলকাতা ।।

জিও ফোন ৫জি (Jio Phone 5G) কবে লঞ্চ হবে? কত দাম হতে পারে? আর কেমনই বা ফিচার্স মিলবে? সেই নিয়ে কৌতূহল গ্রাহকদের মধ্যে। স্মার্টফোনটি লঞ্চের তারিখ এখনো জানায়নি কোম্পানি। যদিও গিকবেঞ্চ ওয়েবসাইটে সম্প্রতি ফোনটি দেখা গিয়েছে। টেক মহলে গুঞ্জন, স্মার্টফোনটির লঞ্চ খুব বেশি দূরে নেই। চলতি বছর অগাস্ট মাসে রিলায়েন্স প্রধান মুকেশ আম্বানি (Mukesh Ambani) খোদ নিশ্চিত করেছেন এই ৫জি ফোন সম্পর্কে।

অন্যদিকে ভারতে দ্রুত ৫জি পরিষেবাও শুরু করে দিয়েছে রিলায়েন্স জিও (Reliance Jio)। আশা করা হচ্ছে, আগামী বছর শুরুর কয়েক মাসের মধ্যে অথবা 2023 রিলায়েন্স বার্ষিক অনুষ্ঠানে (Reliance AGM) লঞ্চ হতে পারে জিও ফোন ৫জি। তবে হাতে আসার আগে এই ফোনের ফিচার্স সম্পর্কে ওয়াকিবহাল হয়ে নেওয়াটা জরুরি। এন্ট্রি-লেভেল স্মার্টফোন হওয়ায় খুব বেশি হাই-ফাই ফিচার না থাকলেও ৫জি অনুযায়ী সন্তোষজনক বৈশিষ্ট্য থাকতে পারে এতে।

 

আরও পড়ুন : Best Smartwatch under 2000: ২ হাজার টাকার নিচে সেরা পাঁচ স্মার্টওয়াচ, মিলবে ব্লুটুথ কলিংও

 

Jio Phone 5G Expected Features : জিও ফোন ৫জি এর সম্ভাব্য ফিচার্স

বিভিন্ন টেক সংবাদ মাধ্যম অনুযায়ী, এটি 4GB RAM সহ আসতে পারে। প্রসেসর মিলবে Qualcomm Snapdragon। সফটওয়্যারের ক্ষেত্রে Android 12 অপারেটিং সিস্টেম পাওয়া যাবে। যে সব ফিচার্স ফাঁস হয়েছে ইন্টারনেটে তা অনুযায়ী এটির সম্ভাব্য ডিসপ্লে 6.5 ইঞ্চি HD + LCD স্ক্রিন। ব্যাকে মিলবে 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার। সম্ভাব্য ব্যাটারি ক্যাপাসিটি স্ট্যান্ডার্ড 5000mAh এবং 18 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে।

Jio Phone 5G Expected Price : জিও ফোন ৫জি এর সম্ভাব্য দাম

অন্যান্য ৫জি ফোনের তুলনায় সশ্রয়ী মূল্যেই আত্মপ্রকাশ হবে জিও ফোন ৫জি এর, এমনটাই সবার প্রত্যাশা। তবে এখনো এটির নির্দিষ্ট দাম সম্পর্কে কোনো তথ্য উপলব্ধ নেই। সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটে অনেকের দাবি, এটি 8000-10000 টাকা প্রাইজ রেঞ্জের মধ্যে লঞ্চ হতে পারে। সবমিলিয়ে 15000 টাকার নিচেই থাকবে বলে মনে করা হচ্ছে। যা হলে দেশের অন্যতম সস্তা ৫জি ফোন হিসাবে পরিচিত হবে জিও ফোন ৫জি।

Exit mobile version