মসিহা যখন প্রযুক্তি! iPhone ক্র্যাশ ডিটেকসন ফিচার প্রাণ বাঁচালো আরও এক মহিলার

iPhone Crash Detection Feature: রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েছেন স্ত্রী। iPhone ক্র্যাশ ডিটেকশনের সাহায্যে বাড়ি বসে জেনে যান স্বামী, দ্রুত ছুঁটে গেলেন তাঁর কাছে।

।। প্রথম কলকাতা ।।

প্রযুক্তির কলকব্জায় নুইয়ে পড়ছে ছেলেমেয়েদের ভবিষৎ। বর্তমান অভিভাবকদের একাংশের অন্তত এমনটাই দাবি। কিন্তু এটাও সত্যি যে এই প্রযুক্তি থাকার ফলেই আমরা কয়েক মাইল দূরে থাকা প্রিয়জনদের সাথে যোগাযোগ রাখতে পারি। অজানা ইতিহাস কয়েক মুহূর্তে হাতের মুঠোয় আনতে পারি। এমনকি বিপদকালীন সময়ে মানুষের প্রাণও বাঁচাতে পারি। তাই প্রযুক্তি মানেই যে সর্বনাশের ইঙ্গিত এমনটা কিন্তু নয়।

সাম্প্রতিক কয়েক ঘটনাই যা প্রমাণ করে দেয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়া মাধ্যম রেডিটের (Reddit) এক পোস্ট থেকে জানা গিয়েছে, iPhone ব্যবহারকারী এক মহিলা একটি বড় দুর্ঘটনার সম্মুখীন হোন। সেই সময় তিনি তাঁর স্বামীর সাথে ফোনে কথা বলছিলেন। জানা গিয়েছে, দোকান থেকে বাড়ি ফিরছিলেন সেই মহিলা। হঠাৎ তিনি তাঁর চিৎকার শুনতে পান এবং সঙ্গে সঙ্গেই লাইন কেটে যায়।

 

আরও পড়ুন : ভারতে আসছে iQOO 11 5G স্মার্টফোন! জেনে নিন লঞ্চের তারিখ, স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম

 

কয়েক মুহূর্ত বাদেই তাঁর ফোনে iPhone ক্র্যাশ ডিটেকশন ফিচারের (iPhone Crash Detection Feature) অধীনে একটি নোটিফিকেশন আসে। যেখানে তাঁর স্ত্রী কোন জায়গায় দুর্ঘটনার কবলে পড়েছেন তার নির্দিষ্ট লোকেশন পাঠানো হয়। ওই পোস্টে তিনি লেখেন, আমি অ্যাম্বুলেন্স পৌঁছনোর আগেই দুর্ঘটনা স্থানে পৌঁছে যেতে পেরেছিলাম।

ঘটনা শুনে সত্যি অবাক হতে হয়। আসলে এটা প্রথম নয় এর আগেও ক্র্যাশ ডিটেকশন ফিচার প্রাণ বাঁচিয়েছে অনেকের। এই কার ক্র্যাশ ডিটেকশন ফিচার iPhone 14, iPhone 14 Pro, Apple Watch series 8 এবং Apple Watch Ultra এ চলতি বছর নিয়ে আসে অ্যাপেল। এই ফিচারের অন্যতম বৈশিষ্ট্য হল এটিতে অন্তর্ভুক্ত একটি বিশেষ সেন্সর।

 

আরও পড়ুন : Jio Phone 5G কবে লঞ্চ হবে বাজারে? পকেটসই দামে যা যা ফিচার্স মিলবে এই স্মার্টফোনে

 

কীভাবে কাজ করে ক্র্যাশ ডিটেকশন ফিচার?

এই প্রযুক্তির কড়িকাঠ খুব একটা জটিল নয়। দুর্ঘটনা হলে এটি ইমার্জেন্সি এসওএসকে ট্রিগার করে, যা তারপর ব্যবহারকারীর জরুরি কন্ট্যাক্ট লিস্টে থাকা যে কারও সাথে যোগাযোগ করে নেয়। একটি বিশেষ অ্যালগরিদম রয়েছে এই ফিচারে যা উক্ত iPhone এর কিছু তথ্য ব্যবহার করে ক্র্যাশ হয়েছে কিনা তা নির্ধারণ করে এবং তারপরে সহায়তার জন্য কল করে। iPhone 14 ব্যবহারকারীরা হেলথ অ্যাপে গিয়ে এর জন্য জরুরি কন্ট্যাক্ট যোগ করে রাখতে পারেন।

Exit mobile version