রাশিয়ার মাটিতে ইন্ডিয়ান আর্মি! যুদ্ধে নয়া মোড়, চীনের ঘুম উড়েছে আশঙ্কায়

।। প্রথম কলকাতা ।।

রাশিয়াতে ইন্ডিয়ান আর্মি পাঠাচ্ছে ভারত, কেন? এবার কি ভারতের আর্মি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে? চীনের দুশ্চিন্তা বেড়ে গেছে কয়েকগুণ পাকিস্তান আতঙ্কে। ২০২২ এও ঘটে গেছিল এমনই ঘটনা পরিণতি কী? কেন মস্কোয় পাড়ি দিয়েছে ইন্ডিয়ান আর্মির টিম? ভারতীয় সেনা ভ্লাদিমীর পুতিনের কোন কাজে লাগতে পারে? ইউক্রেনকে কোনওধরণের ওয়ার্নিং ছাড়াই এত বড় স্টেপ। সত্যিই যুদ্ধে কোনওভাবে অংশ নিতে চলেছে ভারত? রিপোর্ট বলছে রাশিয়ায় পৌঁছেছে ভারতীয় সেনার একটি দল অত্যাধুনিক যুদ্ধ কৌশল রপ্ত করতে। এবার রাশিয়ার মাটিতে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে চলেছে ভারতীয় সেনার ৩২ জন জওয়ান, কিন্তু কাদের বিরুদ্ধে এই কৌশল রপ্ত করার প্রয়াস? ভারতের শত্রু নাকি রাশিয়ার?

বিশেষজ্ঞরা বলছেন মস্কোর মাটি থেকে যা আনতে চলেছে ইন্ডিয়ান আর্মি তাতে দেশ উপকৃত হবে। কারণ
দিল্লি রাজপুতানা রাইফেলস-এর অধীনস্থ একটি ব্যাটালিয়নের ৩২ জন জওয়ানদের নিয়ে গঠিত ভারতীয় সেনাবাহিনীর একটি দল। ২৫ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কাউন্টার টেরোরিজম ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (FTX) ২০২৩-এ আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের মিটিং (ADMM) সহ এক্সপার্ট ওয়ার্কিং গ্রুপ (EWG) এর বিশেষ অধিবেশনের জন্য রওনা হয়েছে রাশিয়ায়। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এটি একটি বহুজাতিক যৌথ সামরিক মহড়া যাতে মায়ানমারের সাথে EWG-এর সহকারী হিসেবে অংশ নেবে ভারতীয় সেনা।
এর আগে ২ থেকে ৪ আগস্ট ২০২৩ পর্যন্ত মায়ানমারের নে পাই তাও-এ কাউন্টার টেরোরিজমের উপর ADMM প্লাস EWG-এর টেবিল টপ এক্সারসাইজ হয়েছিল। এর মানে এই খবর শুনে আমেরিকা নয় হুঁশ উড়ছে পাকিস্তান ও চীনের। কারণ সদ্যই অনন্তনাগে লস্কর জঙ্গিদের খতম করছে ইন্ডিয়ান আর্মি। এবার নতুন কোনও অপারেশন করতে হলে তা হবে আরও উন্নত।

বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান এখন থেকেই সাবধান হয়ে যাক নয়ত সর্বনাশ কেউ রুখতে পারবেনা। ২০২২ সালেও ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যেই রাশিয়ার পূর্ব প্রান্তে ভস্তক সেনা মহড়ায় অংশ নিয়েছিল ভারত। তবে সেই মহড়ায় ছিল চীনের পিএলএ আর্মিও ফলে সেই মহড়া রীতিমত উদ্বেগ বাড়িয়েছিল যুক্তরাষ্ট্রের। এবার এক্ষেত্রে ব্যপারটা অনেকটাই আলাদা। মহড়ার মূল উদ্দেশ্যই সন্ত্রাস দমনের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে একটি কড়া মেসেজ দেওয়া। সম্প্রতি জি টোয়েন্টির মঞ্চ থেকেও এই একই বার্তা দিয়েছিল ভারত আর সেই সম্মেলনের অল্প কিছুদিনের মধ্যেই ভারতীয় সেনার এই অংশগ্রহণ সন্ত্রাস দমনের ক্ষেত্রে আন্তর্জাতিক মহলে ভারতের তরফের পজেটিভ মেসেজ দেবে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

২০১৭ সাল থেকে, ADMM প্লাস অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস (ASEAN) এবং প্লাস দেশগুলির মধ্যে সংলাপ এবং সহযোগিতার অনুমতি দেওয়ার জন্য বার্ষিক বৈঠক করে উদ্বোধনী ADMM প্লাস ১২ অক্টোবর ২০১০-এ ভিয়েতনামের হ্যানয় শহরে আয়োজন করা হয়েছিল। এই বছর এই গ্রুপের সাথেই আসিয়ানের সদস্য দেশগুলি এই যৌথ মহড়ায় অংশগ্রহণ করবে। এই মহড়ায় একটি সুরক্ষিত এলাকায় সন্ত্রাসবাদী গোষ্ঠী গুলিকে ধ্বংস করা সহ বেশ কয়েকটি কাউন্টার টেররিজম ড্রিল থাকবে বলে খবর মিলছে। এবার দেখার এই বাস্তবে এফেক্ট কতটা হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version