Hair Care: তীব্র গরমে ঘামে মাথার চুল উঠে যাচ্ছে! কি ধরণের শ্যাম্পু, প্যাক ব্যবহার করবেন? জেনে নিন

।। প্রথম কলকাতা ।।

Hair Care: গরমে ঘেমে নেয়ে আপনার সাধের চুলের দফা রফা? রোজই ঘুম থেকে উঠে বালিশ ভর্তি ঝরে পরা চুল পাচ্ছেন? চিরুনি ঝড়া চুলে ভরে যাচ্ছে? তাহলে এখনই সাবধান হোন। এই সময় ঠিক কোন ধরনের শ্যাম্পু ব্যবহার করতে হবে জানেন? জানেন কি কোন ঘরোয়া প্যাক আপনাকে এ সময় সমস্যা থেকে মুক্তি দেবে? গরমকালে অতিরিক্ত উষ্ণতার পাশাপাশি থাকে অস্বস্তিকর আর্দ্রতা। ফলে ঘাম হয় বেশি। সেই ঘাম বসে যায় চুলের গোড়াতেও। এক টানা ঘামে ভিজে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। ধুলো ময়লা জমে চুলের গোড়ায়। চুল আঠা-আঠা হয়ে থাকে। সামান্য টান পড়লেই চুল উঠে আসে। এ ছাড়াও ঘামে তৈলাক্ত ভাব এসে চুলে জট পড়ে যায়। চুলের ফুরফুরে ভাবও নষ্ট হয়ে যায়। আপনার সুন্দর চুলের বারোটা বাজার আগেই তার যত্ন নিন। জীবনযাত্রায় আনুন ছোট ছোট পরিবর্তন। তাহলেই পাবেন সুন্দর ঘন চুল।

এই সময় চাই সঠিক শ্যাম্পু। যে কোনও শ্যাম্পু করলেই হবে না। স্ক্যাল্পে যে ধরনের সমস্যা সেই ধরনের শ্যাম্পু ব্যবহার করা দরকার। গরমে মাথায় ঘাম হলে এমন শ্যাম্পু ব্যবহার করুন যা স্ক্যাল্পকে পিউরিফায়েড রাখবে। তৈলাক্ত হতে দেবে না। সেনসেটিভ তৈলাক্ত তালুর জন্য সাধারণত যে শ্যাম্পুগুলো দরকার হয় সেগুলো স্বচ্ছ। সেগুলোকে ক্লিয়ার শ্যাম্পু বলা হয়। ঘাম আটকাতে এই শ্যাম্পু ব্যবহার করুন। সপ্তাহে অন্তত ৩ দিন শ্যাম্পু করতেই হবে।

চুল ঠিক রাখতে ব্যবহার করুন ঘরোয়া প্যাক। আলুর রসের হেয়ার প্যাক এক্ষেত্রে বিশেষ কার্থকরী। এতে চুল পরা কমবে। চুল দ্রুত বাড়বে, পাশাপাশি ঝলমলে ও মজবুত হবে। একটি আলু ও একটি পেঁয়াজ রস করে একসঙ্গে মেশান। একটি ডিমের কুসুম ও ১ চা চামচ মধু দিয়ে মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে রাখুন। ৪০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।

চুলে হেয়ার ড্রায়ার বা হেয়ার স্ট্রেটনার ব্যবহার না করাই ভালো। এতে চুল সাময়িকভাবে দেখতে ভাল লাগলেও আখেরে ক্ষতি হয়। এই সময় চুলে মেহেন্দি বা কলপ ব্যবহার কম করাই ভালো। হেয়ার স্পা করা খুবই উপকারি চুলের পক্ষে। মাসে এক-দু’বার হেয়ার স্পা করতে পারলে চুল ভালো থাকবে। চুলকে রোদ থেকে দূরে রাখুন। ছাতা, টুপি ব্যবহার করুন। চুলে জেল, ওয়াক্স, হেয়ার স্প্রে-এর ব্যবহার এড়িয়ে চলুন।

অ্যালোভেরার রস যে কোনও ধরনের চুলের জন্য বেশ উপকারি। সপ্তাহে এক-দুই দিন স্নানের এক ঘন্টা আগে স্ক্যাল্প-এ অ্যালোভেরা-এর রস লাগান। এক মাস করলেই উপকার টের পাবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version