।। প্রথম কলকাতা ।।
Covid-19: করোনা নিয়ে গোটা বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। যদিও করোনা যে আতঙ্কের বিষয় নয় তা সবাই জানেন। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চললে আর একটু সাবধান থাকলে করোনাকে সহজেই হার মানানো যায়। সম্প্রতি চীনসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের দাপিয়ে বেড়াচ্ছে ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ (BF.7)। এর মধ্যে ভারতের নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে, করোনার এক্সবিবি (XBB) রূপকে কেন্দ্র করে। ভারতীয় SARS-COV-2 জিনোমিক্স কনসোর্টিয়াম (INSACOG) একটি বুলেটিন প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, এখনো ভারতের ওমিক্রন এবং এর সাব টাইপ এক্সবিবি (XBB) অব্যাহত রয়েছে।
বুলেটিক অনুযায়ী, ভারতে প্রভাবশালী বৈকল্পিক হিসেবে এক্সবিবি (XBB) অব্যাহত রয়েছে। এটি করোনার সবচেয়ে প্রচলিত উপ বংশ। এছাড়াও করোনা ভাইরাসের BA.2.75 এবং BA.2.10 রূপগুলিও রয়েছে, তবে তাদের প্রভাব খুব কম।
INSACOG-এর মতে, BA.2.75-এর সাব ভ্যারিয়েন্ট বিশেষ করে উত্তর-পূর্ব ভারতে সক্রিয়। তবে এখনও পর্যন্ত এর তীব্রতা বা হাসপাতালে ভর্তির কোনো বৃদ্ধি লক্ষ্য করা যায়নি। বুলেটিনে অনুযায়ী, ওমিক্রন (Omicron) এবং এর সাব ভ্যারিয়েন্ট ভারতে কার্যকরভাবে সক্রিয়। XBB হল ভারত জুড়ে ছড়িয়ে থাকা সবচেয়ে সক্রিয় সাব-ভ্যারিয়েন্ট।
ভারতে করোনা সংক্রমণের অবস্থা
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সাপ্তাহিক পর্যালোচনা প্রতিবেদনে দেখা গিয়েছে, সমস্ত জেলায় করোনা সংক্রমণ ৫ শতাংশের নিচে। বর্তমানে জাতীয় সংক্রমণের হার ০.১৯ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণের হার ০.১৪ শতাংশ। বছরের প্রথম দিন রবিবার দেশে নতুন করে করোনা সংক্রমণের চেয়ে সংক্রমণ থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেশি। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ১ জানুয়ারী, দেশে করোনার ১৭৩টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে। অপরদিকে এই সময়ের মধ্যে ২০৭ জন রোগী সুস্থ হয়েছেন। দেশে এখনো পর্যন্ত করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৪৬,৭৮,৮২২। একই সময়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা নেমে এসেছে ২ হাজার ৬৭০ জনে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম