।। প্রথম কলকাতা ।।
Miror vastru shastra: বাস্তুশাস্ত্রে আয়নার গুরুত্ব ঠিক কতখানি? আয়না আমাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে?
শোয়ার ঘরে কি আয়না রাখা উচিত? এই প্রশ্নগুলির উত্তর আপনাদের কাছে আছে?
বাস্তুশাস্ত্র অনুযায়ী আয়নাকে খুব গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তারকারী বস্তু রূপে মনে করা হয়। এর শুভ এবং অশুভ দু’রকম প্রভাব আমাদের জীবনের উপর পড়তে পারে। আসুন দেখে নেওয়া যাক বাড়িতে আয়না রাখা শুভ এবং এর কি প্রভাব আমাদের উপর পরে।
বাড়িতে ভাঙা আয়না রাখা ভালো নয়। আয়নায় কোথাও যদি চিড় ধরে তাহলে সেই ধরনের আয়না বাড়ি থেকে সরিয়ে ফেলা উচিত।
যেখানে সবাই মিলে একসঙ্গে খেতে বসেন তার বিপরীত দিকে আয়না লাগিয়ে রাখা ভালো। এতে বাড়ির সুখ-শান্তির চিত্র ধরা পড়ে। বাথরুমে দরজার সামনে কখনো আয়না লাগিয়ে রাখা উচিত না।
আবার শোওয়ার ঘরে আয়না এমন ভাবে রাখা উচিত যাতে শুয়ে থাকায় অবস্থায় প্রতিচ্ছবি আয়নায় না পড়ে। কারণ এতে মানসিক উদ্বেগ বৃদ্ধি পায়। তাই শোওয়ার ঘরে আয়না না রাখাই ভালো।
বাস্তুশাস্ত্রে আয়নার গুরুত্ব অপরিসীম। বাস্তুশাস্ত্র অনুযায়ী দর্পণ গৃহের মধ্যে পজেটিভ এনার্জি সঞ্চয় করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাড়িতে যে ঘরটিতে আপনি থাকেন বা অফিসে যে ঘরে বসে কাজ করেন সব সময় সেই ঘরের উত্তর-পূর্ব দিকে আয়না লাগান।। এতে যেমন শ্রীবৃদ্ধি হবে তেমনি উপার্জনের পথের বাধাও দূর হবে। উত্তর দিকের আয়না আপনার অর্থনৈতিক উন্নতি ঘটায়। আবার উত্তর ঈশান কোণ এবং পূর্বদিকে আয়না লাগালে বাড়ির সদস্যদের উন্নতির পাশাপাশি সমাজে ব্যক্তির মান সম্মান ও যশ বৃদ্ধি পায়। আয়না এমন ভাবে টাঙাবেন যাতে আয়নার কোনো শুভ বস্তুর প্রতিবিম্ব প্রতিফলিত হয়।
ঘরের চার কোণে কখনই আয়না আটকাবেন না। এতে আপনার পরিবারের অশান্তি পিছু ছাড়বে না।
আয়না যত বড় আর হালকা হবে ততই ভালো। ঘরে যতখুশি আয়না রাখুন কিন্তু টুকরো টুকরো আয়না এক জায়গায় জোর করে রাখবেন না। এতে আয়নায় আপনার খন্ডিত ছায়া পড়বে। যা মোটেই শুভ নয়।
বাথরুমে আয়না লাগানোর সময় সাবধানতা অবলম্বন করুন। সুশাস্ত্র অনুযায়ী শৌচাগারের দরজার ঠিক সামনে আয়না লাগানো উচিত নয়। বাথরুমে প্রবেশ করার সময় পজিটিভ ও নেগেটিভ এনার্জি উপায় আমাদের সঙ্গে প্রবেশ করে।
দেওয়ালের অনেক উপরে বা বেশ খানিকটা নিচে আয়না লাগাবেন না। এতে বাড়ির লোকজন বারে বারে অসুস্থ হয়ে পড়বেন।মনে রাখবেন ঘরের আয়নার কাঁচ যেন কখনই ঝাপসা,মলিন ভাঙাচোরা না হয়। এমন আয়না ব্যবহার করলে আপনার ভেতরে নেগেটিভ এনার্জি তৈরি হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম