Relationship Tips: পার্টনারের সঙ্গে বয়সের বিশাল ফারাক? সম্পর্কে জড়ানোর আগে জানুন আসতে পারে কোন কোন সমস্যা

।। প্রথম কলকাতা ।।

 

Relationship Tips: প্রেমের কোনও বয়স নেই। অনেকেই ভালোবাসার কারণে আবেগে ভেসে বিয়ে করেন। সেক্ষেত্রে অনেক সময় স্বামী-স্ত্রীর বয়সের বিরাট ফারাক থেকে যায়। পরবর্তী সময়ে কিন্তু তাঁদের নানান সমস্যায় পড়তে হয়। কী কী সমস্যা তা জেনে নিন সম্পর্কে জড়ানোর আগেই। না হলে কিন্তু ভবিষ্যতে পস্তাতে হতে পারে।

 

এমনিতে প্রচলিত ধারণাই হল, বিয়ের ক্ষেত্রে পুরুষের বয়স হবে নারীর বয়সের তুলনায় বেশি। এর পিছনে জৈবিক কারণও রয়েছে। মেয়েদের শরীর ছেলেদের আগেই পূর্ণতা পায়। আর ঠিক সেই কারণেই মেয়েদের শরীরে বার্ধক্যের লক্ষণগুলিও ছেলেদের থেকে আগে আসতে পারে। আর এই কারণেই স্বামী এবং স্ত্রীর মধ্যে বয়সের ব্যবধান ৩ থেকে ৪ বছরের মতো রাখা দরকার।

 

মনে রাখবেন, বিয়ের শুধুই পারস্পরিক বোঝাপড়া নয়। একটি ছেলে এবং মেয়ের মধ্যে বয়সের ফারাকও বিয়ের জন্য গুরুত্বপূর্ণ। স্বামী- স্ত্রীর মধ্যে বয়সের বেশি ফারাক থাকলে, তাদের অনেক সমস্যায় পড়তে হতে পারে। এমন অনেক তারকা দম্পতি রয়েছে যাদের বয়সের বিশাল পার্থক্য রয়েছে। তাদের নিয়ে অনেকে মজা করে। উঠতে বসতে ট্রোল হন তাঁরা। সাধারণ মানুষেরও জীবনে এই সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকে তাদের কটাক্ষ করে। আবার অনেকে তাদের পিছনে অনেক কথা বলেন। শুরু হয় পার্টনারদের একে অপরকে দোষারোপ করার পালা।

 

বয়সের বেশি পার্থক্য হলে একটা সময়ের পর এটিই দম্পতিদের এটি সবচেয়ে সাধারণ সমস্যা হয়ে দেখা দেয়। বিয়ের পর আশেপাশের লোকজন আপনাকে নিয়ে সমালোচনা করবে। অনেকে কথা শোনানোর সুযোগ ছাড়বে না। সেক্ষেত্রে এই বিষয় নিয়ে দু’জনের মধ্যে বিবাদ শুরু হতে পারে। এরপর বহুক্ষেত্রে একে অপরকে দোষারোপ করতে শুরু করে। স্বামী-স্ত্রী যদি সম্পূর্ণ ভিন্ন পরিবেশে বড় হয়ে থাকেন, তাহলে দুজনের চিন্তাভাবনা ও মানসিকতা ভিন্ন হবে। ফলে অনেক বিষয়ে মতামতও ভিন্ন হয়। যে কোনও বিষয়ে দুজনের মতামত ভিন্ন হলে তা তর্ক বা মারামারিতে পরিণত হয়।

 

বয়সের বেশি পার্থক্য যে দম্পতিদের, তাদের সন্তান ধারণে সমস্যার সম্মুখীন হতে পারে। বহুক্ষেত্রে একজন সন্তান নিতে চায় এবং অন্যজন চায় না। এদিকে ক্রমবর্ধমান বয়সের কারণে বয়স্ক সঙ্গীর সন্তান ধারণের সময় ফুরিয়ে যেতে পারে। অন্যজন যদি সন্তানের জন্য প্রস্তুত না হয়, তাহলে সমস্যা দেখা দিতে পারে। একই সমস্যা দেখা দেয় যৌন জীবনেও। বয়সের বড় ব্যবধানের কারণে সমস্যার সম্মুখীন হতে হয় বহু মানুষকে। সঙ্গী বয়সে অনেক বড় হলে, সময়ের সঙ্গে সঙ্গে যৌন ইচ্ছা কমতে পারে একজনের। শারীরিক তৃপ্তির অভাবে সম্পর্কের মধ্যে নানা সমস্যা দেখা দিতে পারে।

 

সমস্যা আরও আছে। ধরুন আপনার থেকে পার্টনার পঁচিশ বছরের বড়। স্বাভাবিক নিয়মে তিনি আগে পৃথিবী ছেড়ে চলে যাবেন। মাঝ বয়সেই হয়তো একা হয়ে যাবেন আপনি।তাই আপনার পার্টনার পাঁচ সাত বছরের বড় হোক। তাতে তিনি বিপদে আপদে আপনাকে আগলে রাখবেন। শারীরিক ও মানসিক দিক দিয়েও ভালোলাগা থাকবে। বয়সের ফারাক অস্বাভাবিক বেশি হলে তখনই বাড়বে সমস্যা।

 

https://fb.watch/sQRl0Q8Bu9/

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

Exit mobile version