।। প্রথম কলকাতা ।।
Relationship Problems: সম্পর্ক, এই শব্দটা কানে শুনতে অনেক সোজা, কিন্তু এর মধ্যে যে দায়িত্ববোধ এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে সামান্য চির ধরলেই হুরমুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে যায় সাজানো স্বপ্ন। সময়ের সঙ্গে সঙ্গে যদি দেখেন পরস্পরের প্রতি যত্ন কমতে থাকছে কিংবা কথা ফুরিয়ে যাচ্ছে, তাহলে একটু সতর্ক হোন। বিশেষ করে প্রেমের সম্পর্কে হুটহাট করেই পড়া যায়, কিন্তু তার টিকিয়ে রাখা বেশ মুশকিল। সম্পর্কের শুরুটা আবেগ দিয়ে হলেও তা শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে হয় শ্রদ্ধা, একে অপরের প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধের মাধ্যমে। এমন কিছু লক্ষণ রয়েছে যা দেখে বোঝা যায় সেই সম্পর্ক ভাঙতে চলেছে। এমনকি ১০ থেকে ১২ বছরের সম্পর্কেও ভাঙন ধরতে দেখা গিয়েছে। ১৫ থেকে ২০ বছরের বৈবাহিক সম্পর্কের পরিণতি পৌঁছেছে ডিভোর্সে। তাই একসময় তীব্র ভালোবাসার সম্পর্ক ভবিষ্যতে ভেঙে যেতে পারে সামান্য কয়েকটি ভুলে।
মার্কিন ক্লিনিকাল সাইকোলজিস্ট এবং ম্যারেজ কাউন্সিলর গুণ্টার একটি প্রতিবেদনে সম্পর্ক ভাঙার বিষয় পাঁচটি লক্ষণের কথা বলেছেন। যদি আপনার সম্পর্কে এই পাঁচটি লক্ষণ দেখেন তাহলে প্রথম থেকেই একটু সতর্ক হোন।
(১) যদি দেখেন আপনার সঙ্গীর কথার মধ্যে কেমন খাপছাড়া ভাব কিংবা দায়সারা ভাবে আপনার সঙ্গে কথা বলছেন, তাহলে ভাববেন সেই সম্পর্ক ভাঙতে চলেছে। পরস্পরের প্রতি যত্ন কমতে থাকলে আগে থেকেই সচেতন হন। মাঝে মাঝে সঙ্গী ক্লান্ত কিংবা মানসিকভাবে চাপে থাকলে এমন আচরণ করতে পারেন। কিন্তু যদি দিনের পর দিন এমন হয় তাহলে কিন্তু বিষয়টি নিয়ে ভাবতে হবে।
(২) প্রেম কিংবা দাম্পত্য সম্পর্কে মাঝে মাঝে একটু ঝগড়া হবে না এমনটা নয়। সম্পর্ক মানেই খুনসুটি আর মনমালিন্যে ভরা। যদি কোন সম্পর্কে সত্যি ভালোবাসা থাকে তাহলে ছোটখাটো বিষয়ের সমস্যা কাটিয়ে উঠতে বেশিক্ষণ সময় লাগবে। না কিন্তু সম্পর্ক যদি ভঙ্গুর হয় তাহলে সামান্য সমস্যা পরবর্তীকালে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এমনটা যদি প্রতিনিয়ত হতে থাকে তাহলে ভাববেন সম্পর্কে বন্ধন আলগা হয়ে গিয়েছে।
(৩) প্রত্যেক সম্পর্কেই একটা স্ট্রাগল থাকে। কখনো একজন অবদমন করে আর অপরপক্ষ সেই বিষয়টি মেনে নেন। কিন্তু এই মেনে নেওয়ার বোঝা যদি দিনের পর দিন দিন বাড়তে থাকে তাহলে সেই সম্পর্ক কৃত্রিম হয়ে ওঠে। সেই সম্পর্ক টিকিয়ে রাখা মানসিক অত্যাচারের সমান। যদি সব সময় দেখেন যে আপনার উপর সম্পর্কের বোঝা বারংবার চাপিয়ে দেওয়া হচ্ছে তাহলে ভাববেন সেই সম্পর্ক ভাঙনের মুখে।
(৫) যদি আপনার সঙ্গীর তরফ থেকে বারংবার আঘাত পেতে থাকেন তাহলে ভাবেন সেই সম্পর্কের ভবিষ্যৎ খুব একটা ভালো নয়। কারণ একতরফা আঘাত সহ্য করারও একটা সীমা থাকে। সেই সীমা পেরিয়ে গেলে তখন কেউই সম্পর্কের অত্যাচার মাথা পেতে নেয় না। দিনের পর দিন ভুল বোঝাবুঝি বাড়তে থাকলে তার সম্পর্ক ভাঙার লক্ষণ।
সম্পর্কে অধিকার অবশ্যই থাকবে কিন্তু তা যখন চরম অবদমনের পর্যায়ে পৌঁছে যায় তখন একঘেয়েমি আর বিরক্তিবোধ চলে আসে। যদি এই লক্ষণ গুলি দেখেন তাহলে সম্পর্ককে কিছু সময় দিন। যদি দেখেন একই সমস্যা দিনের পর দিন বাড়ছে তাহলে সঙ্গীর সঙ্গে কথা বলুন। সুষ্ঠু আলোচনার পরেও সমস্যা না মিটলে তাহলে ভাববেন সম্পর্কের বাঁধন আলগা হয়ে গেছে। ভুল বোঝাবুঝি হতেই পারে কিন্তু পারস্পরিক শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম