Sweater Care Tips : শীতের সঙ্গী সোয়েটারের যত্ন নেবেন কী ভাবে ? বিনা খরচে মেনে চলুন এই নিয়ম

।। প্রথম কলকাতা ।।

Sweater Care Tips : ডিসেম্বর মানেই আমাদের চোখের সামনে একটা শীতের ছবি ভেসে ওঠে। বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ লক্ষ্য করা যায় এই মাসে। বর্তমানে তেমনটাই হচ্ছে । তাপমাত্রা আগে তুলনায় অনেকটাই নেমে গিয়েছে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই গায়ে একটা কিছু না চাপালে স্বস্তি মিলছে না। শীতে আমাদের পোশাকের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হল সোয়েটার। কারণ আপনি যা-ই পরুন না কেন ওপরে একটা সোয়েটার আপনাকে পরতেই হবে। তাই আমাদের সবারই কালেকশনে কম-বেশি নানান ধরনের সোয়েটার মাফলার থাকে।

প্রত্যেক বছরের শীতকালে সেগুলি আলমারি থেকে বের হয় এবং শীত চলে যাওয়ার পর আবার জায়গা করে নেয় আলমারিতে। আপনার পছন্দের সোয়েটার কিন্তু বছরের পর বছর একেবারে নতুনের মত থাকবে না। সেটাকে নতুনের মত রাখতে, বছরের পর বছর ভালো রাখতে আপনাকে কিছুটা কষ্ট করতেই হবে। অনেকেই সোয়েটার কী ভাবে যত্ন করে রাখবেন সেই বিষয়ে জানেন না। আজকের প্রতিবেদনটি তাদের জন্য। নিম্নে উল্লেখিত নিয়মগুলি মেনে সোয়েটারের যত্ন নিলে তা বছরের পর বছর আপনাকে নতুন সোয়েটারের আনন্দ দেবে।

* আলমারিতে কেমন ভাবে রাখছেন সোয়েটার ?

সোয়েটার কীভাবে আলমারিতে রাখতে হয় এই নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। সাধারণত সোয়েটারকে কখনও হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতে নেই। তাতে উলে টান পড়ে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও প্লাস্টিকের কোন ব্যাগের মুড়ে সোয়েটার রাখা উচিত নয়। বদলে সুতির কাপড়ের কোন ব্যাগে সুন্দর ভাবে ভাঁজ করে আপনি রাখতে পারেন। আর আলমারিতে যদি সোয়েটার রাখতে চান তাহলে তাকে পরিপাটি করে ভাঁজ করুন এবং তারপর তুলে রাখুন ঠান্ডা অন্ধকার জায়গায়।

* সোয়েটার টানটান রাখতে আয়রন করছেন ?

অনেকেই বেশ টানটান সুন্দর আয়রন করা জামা কাপড় পরতে পছন্দ করেন। তাই বলে ভুলেও নিজের উলের সোয়েটার কিন্তু কখনও আয়রন করবেন না। গরম কোন জিনিস সোয়েটারের উপর চাপালে উলের ক্ষতি হবে। তাতে আপনার পছন্দের সোয়েটারটি খুব বেশিদিন সঙ্গ দেবে না আপনার। আর উলের সোয়েটার সাধারণত কুঁচকে যাওয়ার খুব একটা সম্ভাবনা থাকে না। তাই আয়রন করার প্রয়োজনীয়তাও তেমন নেই। তারপরও যদি আপনার মনে হয় তাহলে সোয়েটারকে ভালোভাবে ভাঁজ করে একটা কাপড়ের ব্যাগের মধ্যে ঢুকিয়ে বিছানার গদির তলায় রাখতে পারেন। এতে আপনার সোয়েটার একেবারে সমান থাকবে।

* কী ভাবে সোয়েটার কাচেন?

সোয়েটার কাচার জন্য কিন্তু সব সময় ঠান্ডা জল প্রয়োজন। কখনই উষ্ণ জলে সোয়েটার কাচার চেষ্টা করবেন না। তাতে সোয়েটারের দফারফা হয়ে যাবে। আরো একটি বিষয় মাথায় রাখবেন যতবার সোয়েটার পরলেন ততবারই সেটা কাচতে হবে এমন কোন ব্যাপার নেই। একটা সোয়েটার পাঁচ- ছয়বার পরার পরে সেটি কাচতে পারেন। তবে গরম জলে নয়, অবশ্যই ঠান্ডা জলে। সোয়েটার কাচার জন্য জামা কাপড় কাচার ডিটারজেন্ট নয় বরং সোয়েটার কাচার জন্য যে আলাদা ডিটারজেন্ট পাওয়া যায় সেগুলি ব্যবহার করাই শ্রেয়। এছাড়াও আপনি সোয়েটার কাচার জন্য শ্যাম্পু ব্যবহার করতে পারেন।

* কড়া রোদে শুকোচ্ছে সোয়েটার?

কেচে নেওয়ার পর সেই সোয়েটার শুকানো জরুরী। কিন্তু তাই বলে কড়া রোদে সোয়েটার মেলে দিলে চলবে না। তাতে ক্ষতি ছাড়া ভালো হবে না। সোয়েটার সবসময় ছায়া জায়গায় শুকাতে হয়। যেখানে রোদ সরাসরি আসে না এমন জায়গা। এক্ষেত্রে হয়তো কিছুটা বেশি সময় লাগবে কিন্তু জল ঝরে গেলে ঘরের মধ্যে মেলে রাখলেও সোয়েটার শুকিয়ে যাবে।

এইভাবে যদি আপনি নিজের পছন্দের সোয়েটারের যত্ন নিতে পারেন তবে প্রত্যেক বছর সেটা আলমারি থেকে বেরোনোর পর এক্কেবারে নতুন মনে হবে। এছাড়াও কাচাকাচির ঝঞ্ঝাট থেকে দূরে থাকতে আপনি সোয়েটার ড্রাই ক্লিনিং করতে পারেন তাতে আপনার সময়ও বাঁচবে একই সঙ্গে সোয়েটারের বয়সসীমা আরও খানিকটা বাড়বে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version