Monsoon Hair Tips: বর্ষায় কীভাবে নেবেন চুলের যত্ন? রইল সহজ টিপস

।। প্রথম কলকাতা ।।

Monsoon Hair Tips: বর্ষায় বারোটা বাজছে আপনার চুলের স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় চুলের যত্ন নেবেন কীভাবে? জানেন কি? বর্ষায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় চুল। বাতাসে আর্দ্রতা বেশি থাকে খুশকি – চুলকানি থেকে বাঁচাবেন কীভাবে? ৫ টা টিপস মেনে চলুন দেখবেন আপনার চুলের জেল্লা ফিরবেই। বর্ষাকাল মানেই সংক্রমণের আঁতুড়ঘর। এই সময়টা রোগ-ব্যাধি লেগেই থাকে। ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি। কিন্তু বছরের এই সময়টা সবচেয়ে ক্ষতি হয় আপনার চুলের। নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হয় চুলও। তাই এইসময়ে চুলের খেয়াল না রাখলে সর্বনাশ। অকালে টাঁক পড়া থেকে বাঁচতে কী করবেন?

আর্দ্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে খুশকি আর সেই সঙ্গে চুলকানিও। চুলের স্বাস্থ্য বজায় রাখতে সপ্তাহে দুই থেকে তিনবার অন্তত শ্যাম্পু দিয়ে ভাল করে চুল পরিষ্কার করুন। অবশ্যই এমন শ্যাম্পু ব্যবহার করবেন যা আপনার চুল ও স্ক্যাল্প টাইপের সঙ্গে মানানসই। সপ্তাহে একবার অ্যান্টি-ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি-ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করলেও অনেকটা তফাত নজরে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন বর্ষায় শ্যাম্পু ব্যবহারের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা মেনে চলা জরুরি। স্বাস্থ্যকর চুলের জন্য সঠিক শ্যাম্পু বেছে নেওয়া দরকার। বাতাসে আর্দ্রতার কারণে চুলে প্রচুর ঘাম জমে চুল চিটচিটে হয়ে যায়। এই ক্ষেত্রে রাসায়নিক-মুক্ত ভেষজ শ্যাম্পু ব্যবহার করা উচিত।

চুলের নিয়মমাফিক খানিক যত্ন আবার সতেজ করে দিতে পারে আপনার রুক্ষ-শুষ্ক চুলকে বলছেন বিশেষজ্ঞরা। বর্ষায় মাথার ত্বক বেশি তৈলাক্ত থাকে
তাই এসময় চুলে তেল লাগাবেন না। তবে শ্যাম্পু করার এক ঘণ্টা আগে চুলে তেল দিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এর এক ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। মাঝে মধ্যে চুলে ঘরোয়া উপায়ে স্পাও করতে পারেন। স্যাঁতস্যাতে আবহাওয়ার চুল শুকনো হতে বেশি সময় লাগে। এই পরিস্থিতিতে অনেকেই হেয়ার ড্রায়ারের সাহায্যে চুল শুকিয়ে নেন। এই অভ্যাস আদতে চুলের ক্ষতি করে। চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং হিটের কারণ চুল রুক্ষ হয়ে যায়। তবে সবচেয়ে যেটা চিন্তার বর্ষা আসলেই বেড়ে যায় চুল পড়ার সমস্যা। কীভাবে অকালে টাঁক হওয়ার থেকে বাঁচবেন?

বর্ষায় আমলকির রস ব্যবহার করুন। আমলকির রসের মধ্যে ট্যানিন ও ক্যালশিয়াম উভয়ই রয়েছে যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। আপনার শুধু প্রয়োজন তাজা আমলকির রস। আমলকির রস সরাসরি স্ক্যাল্পে লাগান ৩০ মিনিটের জন্য ওভাবেই রেখে দিন। এরপর শ্যাম্পু করে ফেলুন সেরা ফল পেতে সপ্তাহে দুবার এই পদ্ধতি মেনে চলুন। বেসন, পাকা পেঁপে ও সামান্য লেবুর রস একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটি স্কাল্পে লাগিয়ে রাখুন ঘণ্টাখানেক। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন
দেখবেন চুল ভালো পরিষ্কার হয়ে গেছে এবং ঝলমল করছে। সংবাদমাধ্যমে এমনই তথ্য দাবি করছেন বিশেষজ্ঞরা। বর্ষার কথা বেশিরভাগ মেয়েদের ওই একটাই চিন্তা। আমার চুলের কী হবে! কারণ কাজের জন্য তো কমবেশি সকলকেই বাইরে বেরতে হয়। আর বৃষ্টিতে চুল ভিজলে সে ‌যাচ্ছেতাই অবস্থা হয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই কটি টিপস মানলেই আপনার চুল হবে ফুরফুরে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version