Skin Care Tips: কোরিয়ানদের মতো ত্বক পেতে বাড়িতে কীভাবে টোনার বানাবেন ? খরচও কম

।। প্রথম কলকাতা ।।

 

Skin Care Tips: এই এক হোমমেড টোনারেই ত্বক হবে কোরিয়ানদের মত। এক টোটকাতেই পেয়ে যাবেন মসৃণ জেল্লাদার ত্বক। কেবল জানতে হবে এই একটি সিক্রেট। এই একটি টোটকা জানলেই হবে বাজিমাত। এই গরমেই আপনার স্কিন থাকবে একদম ঝকঝকে তকতকে। জানেন বাড়িতে কীভাবে যত্ন নেবেন ত্বকের? কী এই কোরিয়ান সিক্রেট?

 

কোরিয়ানদের গ্লাস স্কিন কেয়ার রুটিনে ছেয়ে গেছে গোটা বাজার। আর হবে নাই বা কেন, কোরিয়ানদের ঝকঝকে ত্বক দেখলে লোভ লাগাটাই স্বাভাবিক। ভাবুন তো, যদি আপনার ত্বকও অমন মাখনের মত মসৃণ হয়, তাহলে কী ভালোটাই না হয়। জানেন কি, এরকম কাচের মত চকচকে ত্বক পাওয়ার জন্য খুব বেশি পরিশ্রম করার প্রয়োজন নেই। এই একটা সিক্রেট জানলেই কোরিয়ানদের মত ত্বক আপনিও পেতে পারেন। জানেন কী সেই সিক্রেট? জানাব সবটাই।

 

প্রথমেই মাথায় রাখবেন, ত্বকের জেল্লা ধরে রাখতে আর্দ্রতার বিষয়টা মাথায় রাখা জরুরী। ত্বকের আর্দ্রতা ঠিক থাকলে পিএইচ ব্যালেন্সও ঠিক থাকবে। এক্ষেত্রে আপনার ভরসা হয়ে উঠতে পারে এই কোরিয়ান টোটকা। ত্বককে হাইড্রেটেড রাখতে এই টোনারের জুড়ি মেলা ভার। তাহলে আর দেরি কেন? ঝটপট ভিডিওটি দেখে বানিয়ে ফেলুন এই টোনার। আর ফিরে পান ত্বকের জেল্লা।

 

সবার আগে বলি, এই টোনার তৈরি করতে আপনার প্রয়োজন হবে আধ কাপ চাল, ২ কাপ জল, ৩-৪ ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল, ভিটামিন-ই অয়েল।

 

এবার দেখে নিন, কীভাবে বানাবেন এই হোমমেড টোনার।

 

প্রথমে চালটিকে ভালো করে ধুয়ে পরিস্কার করে নিন। খেয়াল রাখবেন, চালে যেন কোনও নোংরা ময়লা না থাকে। এবার একটি পাত্রে দুই কাপ জল নিয়ে তা ফুটিয়ে নিন। জল সামান্য ফুটলেই তাতে ঢেলে দিন পরিস্কার করে রাখা চাল। খুব বেশি নয়, মিনিট ১০-১৫ ফোটালেই আপনার কাজ হয়ে যাবে। এরপর একটা ভালো ছাঁকনি নিয়ে চাল ও জল আলাদা করে নিন।

 

এরপর কী করবেন? বেশি কিছু নয়। এবার এতে ১ চামচ ভিটামিন ই অয়েল এবং ৩-৪ ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আপনার হোমমেড টোনার। শিশিটিকে অবশ্যই রেফ্রিজারেটরে স্টোর করুন।

 

এবার দেখে নিন কীভাবে ব্যবহার করবেন এই হোমমেড টোনার।

প্রথমেই ভালো কোনও ক্লেনজার দিয়ে মুখ পরিস্কার করে নিন। এরপর একটি কটন প্যাড বা কটন বলে পরিমাণমত টোনার নিন। এরপর সারা মুখে সেই কটন প্যাড দিয়ে টোনারটি লাগান। মুখ শুকিয়ে গেলে সিরাম বা আপনার স্কিন অনুযায়ী ময়শ্চারাইজার লাগিয়ে নিন। দিনের বেলা হলে সানস্ক্রিনটা ভুলবেন না যেন। রোজ দুবেলা এই টোনার ব্যবহার করুন আর দেখুন ম্যাজিক। ত্বকের রুক্ষতা তো দূর হবেই সেই সাথে আপনার জেল্লাদার ত্বক দেখে তাক লাগবে সকলের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version